
শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে রাত সাড়ে ৮টায় লাল-সবুজ বাসযোগে তিনি জনসভাস্থলে পৌঁছান। পরে মঞ্চে উঠে হাত নেড়ে মাঠে উপস্থিত জনসমুদ্রকে অভিবাদন জানান এবং প্রধান অতিথির আসনে বসেন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগের ৩৩টি আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয়-স্থানীয় নেতারা। জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু।
এর আগে সন্ধ্যা ৬টায় জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারতের পর তারেক রহমান তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।
এ দিন দুপুর ২টার দিকে বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। পথে তিনি মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করেন এবং মোকামতলা বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় অংশ নেন। পরে গাইবান্ধার পলাশবাড়ীতে উপস্থিত মানুষের উদ্দেশে গাড়ি থেকেই বক্তব্য দেন।
এদিকে বিকেল ৩টার দিকে কালেক্টরেট ঈদগাহ মাঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়। জনসভার শুরুতে বিভাগের ৩৩টি আসনের প্রার্থী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বক্তব্য দেন।
দুপুরের পর থেকে রংপুরে বিএনপির নির্বাচনী জনসভা ঘিরে মানুষের ঢল নামে। বিভাগের জেলা-উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল ও খণ্ড খণ্ড শোভাযাত্রায় সমাবেশস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে উপস্থিত হন। জনস্রোত মিলে জনসমুদ্রে পরিণত হয় কালেক্টরেট ঈদগাহ মাঠ।
সমাবেশস্থলে মানুষের ভিড় ছড়িয়ে পড়ে কাচারী বাজার, বাংলাদেশ ব্যাংক মোড়, সুরভী উদ্যান, সিটি বাজার এলাকাসহ আশপাশের এলাকায়।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা ঘিরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঞ্চ ও আশপাশের ভবনসহ পুরো এলাকাজুড়ে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা বিভাগ দায়িত্ব পালন করছে। এছাড়া নগরীজুড়ে তল্লাশি চৌকিগুলোতে কার্যক্রম জোরদার করা হয়েছে।



