শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টায় মরিয়া আবদুল হাফেজ মাঝিকে

farzaadenterprise

মিথ্যা মামলায়  ফাঁসানোর চেষ্টায় মরিয়া আবদুল  হাফেজ মাঝিকে

নোয়াখালী সুধারাম থানা অন্তর্ভুক্ত  বাংলা বাজার  ৯৩ শল্যা,  ধর্মপুর ইউনিয়নের মনহোর আলীর পুএ মোহাম্মদ  আবদুল  হাফেজ মাঝিকে মিথ্যা  মামলায়  ফাঁসানো চেষ্টায়  মরিয়া মের্সাস আজিজ ব্রিকস মালিক  মো: ফরহাদ হোসেন। সা:চৌগুরী,  মৌকরা,  লাঙ্গলকোট,  কুমিল্লা।  দীর্ঘদিন যাবত  মের্সাস আজিজ ব্রিকস  ফ্লিড মোহাম্মদ  আবদুল  হাফেজ মাঝি কারিগর  ২০জন হেলপার সহ মোটন৩২জন লোকজন  নিয়ে কাজ করার চুক্তি  স্বাক্ষর করে ৩০.০০০০০/টাকার কন্টাক্ট,   কাগজ করেন, ১৬/০৮/২০২২ইং।  ফরহাদ হোসেন ও মাঝি হাফেজ সহ।

দীর্ঘ  তিন মাস পযন্ত  কাজ করেন  লেবার নিয়ে  আবদুল  হাফেজ মাঝি। পরক্ষনেই  বিচলিত  হয়ে  আজিজ ব্রিকস  মালিক,  বিভিন্নভাবে  অযুহাত দেখিয়ের  টাকা না দিয়ে  লেবার দের মারধর সহ বিভিন্ন  ভাবে নির্যাতন শুরু করতে তাকেন। তাছাড়া  মোহাম্মদ  আবদুল হাফেজ মাঝিকে হত্যার হুমকি সহ বিভিন্ন  ভাবে হয়রানি করেন বলেন  অভিযোগ  উঠেছে।

ভুক্তভোগী  আবদুল হাফেজ মাঝি গণমাধ্যম কে জানান। পরবর্তী  আজিজ ব্রিকস মালিক ফরহাদ হোসেন সাথে মুটো ফোনে  যোগাযোগ  করতে চাইলে একাধিক  বার ,  পাওয়া  যায়নি। পরক্ষণেই  চুক্তিপএ ২য়  স্বাক্ষী মো: আবু নাসের( মাষ্টার) সাতে তিনি জানান সাংবাদিক দের কে বিষয়টি সত্য ,  এবং  আবদুল  হাফেজ মাঝির  সাথে চুক্তিতে স্বাক্ষর  সত্যতা নিশ্চিত  করেন। ও ফরহাদ  হোসেন বিভিন্নভাবে  মিথ্যা  চেক  মামলায়  হয়রানি করেন  বলেন।

উল্লেখ ,  মোহাম্মদ  আবদুল হাফেজ মাঝি  মাননীয়  প্রধানমন্ত্রী  ও  স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ  কামনা  করেন।

Leave a Reply