শিরোনাম
তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা পঞ্চগড়ের বোদায় ইমাম নিয়ে বিরোধ, হাতাহাতিতে আহত কয়েকজন আওয়ামী আনুগত্যকারীদের প্রশাসন থেকে সরাতে হবে, প্রধান উপদেষ্টাকে বিএনপি: মির্জা ফখরুল রাজধানীর মোহাম্মদপুরে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টায় গ্রেপ্তার ০৮ ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন রংপুরে জাতীয় দৈনিক ‘ঢাকা পত্রিকা’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৬ বুড়িচং মোকাম ইউনিয়ন জাসাস এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টায় মরিয়া আবদুল হাফেজ মাঝিকে

Deshpattra

মিথ্যা মামলায়  ফাঁসানোর চেষ্টায় মরিয়া আবদুল  হাফেজ মাঝিকে

নোয়াখালী সুধারাম থানা অন্তর্ভুক্ত  বাংলা বাজার  ৯৩ শল্যা,  ধর্মপুর ইউনিয়নের মনহোর আলীর পুএ মোহাম্মদ  আবদুল  হাফেজ মাঝিকে মিথ্যা  মামলায়  ফাঁসানো চেষ্টায়  মরিয়া মের্সাস আজিজ ব্রিকস মালিক  মো: ফরহাদ হোসেন। সা:চৌগুরী,  মৌকরা,  লাঙ্গলকোট,  কুমিল্লা।  দীর্ঘদিন যাবত  মের্সাস আজিজ ব্রিকস  ফ্লিড মোহাম্মদ  আবদুল  হাফেজ মাঝি কারিগর  ২০জন হেলপার সহ মোটন৩২জন লোকজন  নিয়ে কাজ করার চুক্তি  স্বাক্ষর করে ৩০.০০০০০/টাকার কন্টাক্ট,   কাগজ করেন, ১৬/০৮/২০২২ইং।  ফরহাদ হোসেন ও মাঝি হাফেজ সহ।

দীর্ঘ  তিন মাস পযন্ত  কাজ করেন  লেবার নিয়ে  আবদুল  হাফেজ মাঝি। পরক্ষনেই  বিচলিত  হয়ে  আজিজ ব্রিকস  মালিক,  বিভিন্নভাবে  অযুহাত দেখিয়ের  টাকা না দিয়ে  লেবার দের মারধর সহ বিভিন্ন  ভাবে নির্যাতন শুরু করতে তাকেন। তাছাড়া  মোহাম্মদ  আবদুল হাফেজ মাঝিকে হত্যার হুমকি সহ বিভিন্ন  ভাবে হয়রানি করেন বলেন  অভিযোগ  উঠেছে।

ভুক্তভোগী  আবদুল হাফেজ মাঝি গণমাধ্যম কে জানান। পরবর্তী  আজিজ ব্রিকস মালিক ফরহাদ হোসেন সাথে মুটো ফোনে  যোগাযোগ  করতে চাইলে একাধিক  বার ,  পাওয়া  যায়নি। পরক্ষণেই  চুক্তিপএ ২য়  স্বাক্ষী মো: আবু নাসের( মাষ্টার) সাতে তিনি জানান সাংবাদিক দের কে বিষয়টি সত্য ,  এবং  আবদুল  হাফেজ মাঝির  সাথে চুক্তিতে স্বাক্ষর  সত্যতা নিশ্চিত  করেন। ও ফরহাদ  হোসেন বিভিন্নভাবে  মিথ্যা  চেক  মামলায়  হয়রানি করেন  বলেন।

উল্লেখ ,  মোহাম্মদ  আবদুল হাফেজ মাঝি  মাননীয়  প্রধানমন্ত্রী  ও  স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ  কামনা  করেন।

Leave a Reply