শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

মীরসরাই থানায় ১৪ কেজি গাঁজাসহ আটক ০৩

Juyel Khandokar

তুষার দাস, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব এস. এম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের সুনিপুন নির্দেশনায় ও মীরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেনের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে ১২/০৬/২০২৩ ০৭.৪৫ ঘটিকার এসআই(নিঃ)/মোঃ আলআমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মীরসরাই পৌরসভার ০৫নং ওয়ার্ড এর তারাকাটিয়ায় ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপর চট্টগ্রামগামী গ্রীনলাইন যাত্রীবাহি এসি বাস(যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৪৪০১) তল্লাশী করে ০৭ কেজি গাঁজা ও ৩০(ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ পারভেজকে গ্রেফতার করেন এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা প্রস্তুত করেন।

পৃথক আরেকটি অভিযানে একই স্থানে চট্টগ্রামগামী সিডিএম ট্রাভেল্স যাত্রীবাহি বাস(যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৪৮৩৫) তল্লাশী করে ০৭ কেজি গাঁজাসহ আসামী রহমত (রোহিঙ্গা শরনার্থী) কে গ্রেফতার করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা জব্দ করেন। উভয় ঘটনায় মীরসরাই থানার মামলা নং-১১ তারিখ-১২/০৬/২০২৩ খ্রি ধারা-৩৬(১) সারণির ১৯(খ) ও ৩৬(১) সারণির ১৩(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং মীরসরাই থানার মামলা নং-১২ তারিখ-১২/০৬/২০২৩ খ্রি ধারা-৩৬(১) সারণির ১৯(খ) ও ৩৬(১) সারণির ১৩(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়েছে।

Leave a Reply