শিরোনাম
ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী রংপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫,গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা আগুনের ভেতর রাজনীতি, ছাইয়ের ভেতর উন্নয়ন-এটাই আধুনিক বাংলাদেশ! রংপুরে দাদন ব্যবসায়ীর হামলায় ১২ পরিবার বাড়ি ছাড়া প্রতিবন্ধীদের চিকিৎসা ও পূনর্বাসনে দীপশিখার ১৪টি পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে করার দাবিতে ফটিকছড়ির সচেতন নাগরিক সমাজ’র মানববন্ধন সম্পন্ন পলের গণসংযোগে নিপুণের নেতৃত্বে বাবু বাহিনীর বাধা অপসাংবাদিকদের বিএমইউজে-তে কোনো স্থান নেই – শিবলী সাদিক খান এইচএসসি ফল প্রকাশ: তেজগাঁও কলেজে পাশের হার ৬৮.৫০ শতাংশ

লৌহজংয়ে ট্রলার ডুবিঃ ড্রেজার-বালু ব্যবসায়ী যুবলীগ নেতা জাহিদ ও ছাত্রলীগ নেতা পাপ্পুর বিরুদ্ধে মামলা

mdfaysalhawlader

সোহাগ আকন, মুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রলার ডুবিতে নিহতের ঘটনায় ড্রেজার-বালু ব্যবসায়ী সিরাজদিখান উপজেলা যুবলীগ নেতা জাহিদ শিকদার ও ছাত্রলীগ নেতা পারভেজ চোকদার পাপ্পুর বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলাটি করেন ভয়ানক সেই ট্রলার ডুবি থেকে স্বজন হারিয়ে বেঁচে ফেরা রুবেল শেখ। তিনি গতকাল রবিবার লৌহজং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগটি তদন্ত করে আজ সোমবার মামলা হিসেবে নথিভুক্ত করে।

মামলায় সিরাজদিখান উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য জাহিদ শিকদারকে ২ নম্বর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুকে ৩ নম্বর আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় যুবলীগ নেতা জাহিদ শিকদার ও ছাত্রলীগ নেতা পারভেজ চোকদার পাপ্পুর বাসায় গেলে তাদের সন্ধান পাওয়া যায়নি। এমনকি ফোনও বন্ধ করে রেখেছেন তারা।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ঈমাম হোসেন, মামলাটি আমাদের থানায় হওয়ার পর নৌ-পুলিশ মামলাটি নিয়ে তদন্ত করছে। তবে বাল্কহেডটি পুলিশের হেফাজতে রয়েছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহবুবুর রহমান বলেন দেশ রূপান্তরকে বলেন, এই ঘটনার সাথে জড়িত সুকানি ও ড্রাইভারসহ সকল আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় যুবলীগ-ছাত্রলীগ যে কোন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকুক না কেনো, আইনের ঊর্ধ্বে কেউ না। সবাইকেই আইনের আওতায় আনা হবে

Leave a Reply