শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

নবাবগঞ্জে গরুচোর চক্রের ১ সদস্য গ্রেফতার : চোরাই গরু উদ্ধার

Nasir Uddin Pollob

সাইদুল ইসলাম দোহার (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নাইম হাসান(২৮) নামে গরুচোর চক্রের ১ সদস্যকে গ্রেফতার এবং চোরাই গরু উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত নাইম হাসান কেরানীগঞ্জ উপজেলার বলসুতা এলাকার মো. আজহারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের দড়িকান্দা এলাকার নূর মোহাম্মদের(৭৫) বসতবাড়ি থেকে অজ্ঞাতনামা চোরেরা গোয়ালঘরের তালা ভেঙ্গে ১ টি লাল রঙের ষাঁড় গরু(যার মূল্য অনুমান ৬০,০০০ টাকা) চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় নূর মোহাম্মদ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন।
উক্ত চুরির ঘটনায় ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, দোহার সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে ও অপারেশন পরিকল্পনায় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন অর রশীদ, পিপিএম, এর নেতৃত্বে এসআই(নি.) মো. লুতফর রহমান সহ নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত নাইম হাসানকে গ্রেফতার করা হয় ও তার নিকট থেকে চোরাই গরু উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে সে চুরির কথা স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন বাড়িতে গরু চুরি করে আসছে। ধৃত আসামীর সাথে আরো কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

Leave a Reply