শিরোনাম
নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর রংপুর প্রেসক্লাব দখলের চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রধান, থানা ঘেরাও কর্মসচি”র হুশিয়ারি

বেড়ায় গম কাটা মেশিনের চাকায় পৃষ্ট হয়ে ৭বছরের ১ শিশুর মৃত্যু। 

S M Rashed Hassan

 

শরিফুল ইসলাম’ পাবনা:

পাবনা বেড়া গম কাটা মেশিনের চাকায় পৃষ্ট হয়ে বায়জিদ নামের ৭বছরের এক শিশু নিহত হয়েছে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন কালিকাপুর পূর্ব পাড়া গ্রামে।

নিহত বায়জিদ কালিকাপুর পূর্ব পাড়ার মোঃ বিল্লাল শেখের প্রথম পত্র।

সরেজমিনে গিয়ে জানা যায়, ২১শে মার্চ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বন্ধুদের সাথে ৭ বছর বয়সী শিশু বায়োজিদ গম কাটা দেখতে বাড়ির পাশের একটি কৃষি জমির মাঠে যায়। এ সময় মেশিনটি গম কাঁটতে কাঁটতে এক সময় পিছনের দিকে গেলে হঠাৎ করে মেশিনের চাকার নিচে পড়ে যায় শিশু বায়োজিদ।

চিৎকার চেঁচামেচিতে ঘাতক চালক ঘটনাস্থল থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

তৎক্ষণাৎ আশপাশের লোকজন ছুটে এসে চাকার নিচ থেকে বায়োজিদকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতাল এবং পরে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আমিনপুর থানা পুলিশ। নিউজ লেখা পর্যন্ত থানায় কোন মামলা কিংবা লাশ ময়না তদন্তের কোন প্রক্রিয়ার খবর পাওয়া যায়নি।

তবে এই ঘটনায় একাধিকবার নিহত বায়োজিদের পরিবারের লোকজন এ ঘটনার বিচার দাবি করেছেন।

এদিকে বায়োজিদের অকাল মৃত্যুতে পরিবার স্বজন এবং প্রতিবেশীদের মাঝে ব্যাপক শোক বিরাজ করছে।

Leave a Reply