শিরোনাম
স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না: সালাহউদ্দিন আহমদ সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কার্যক্রম শুরু রোববার এবার গাজীপুরে ব্রিজের নিচে মিলল নারীর লাশ গাজীপুরে সাংবাদিক হত্যা: ১৫ দিনের মধ্যে চার্জশিটের আশ্বাস জিএমপি কমিশনারের জাতীয় বিশ্ববিদ্যালয় ও NUSDF-এর মধ্যে দক্ষতা উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর তরুণরাই পারে সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় দূরে করতে— বিএনপি নেতা মির্জা জামান সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিআরএ’র মানববন্ধন গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ দায়ের করা মামলা প্রত্যাহার করতে আল্টিমেটাম,পরিবার ও নিজ নিরাপত্তায় থানায় সাধারন ডায়েরি সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় তেকসাস’র নিন্দা ও প্রতিবাদ

স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না: সালাহউদ্দিন আহমদ

S M Rashed Hassan

দেশপত্র ডেস্কঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে বাণিজ্য হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে। তবে স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে আর জাতিকে বিভক্ত করা যাবে না।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশকে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে বিভিন্ন রাজনৈতিক শক্তি মানুষকে বিভক্ত করেছে, যা জাতীয় ঐক্যের পথে বড় বাধা। এ ধরনের বিভাজনমূলক বক্তব্য থেকে সরে এসে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট শক্তিকে বড় হুমকি আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “এই ভূখণ্ড নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো পরিকল্পনা যাতে সফল হতে না পারে, সেজন্য সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী ও বুদ্ধিজীবী মহলসহ সবাইকে সতর্ক থাকতে হবে।”

 

Leave a Reply