শিরোনাম
এক হাদির রক্তের ওপর লাখো হাদি দাঁড়িয়ে যাবে: হেফাজতে ইসলাম সবাই হাদি হতে পারে না, আমি চেষ্টা করেও পারিনি: মাহমুদুর রহমান রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ হাদিকে গুলি: ফেনী সীমান্তে বিজিবির তল্লাশি ও টহল জোরদার আমার নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব দানে ইউ এন ( UN) ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ জন বাংলাদেশি সেনা নিহত, জানায় আই এস পি আর শহর থেকে গ্রামের বাড়ি গেলেন বেড়াতে, রাতে গলা কেটে হত্যা বাবা মির্জা ফখরুলের জন্য ভোটের মাঠে উঠান বৈঠকে ফখরুল কণ্যা মির্জা সাফারুহ তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম নতুন গতি পাবে : আমীর খসরু

প্রতিবন্ধী দত্তক কন্যাকে ধর্ষণ, বাবা গ্রেফতার

Shariful Haque Pavel

গত ৩ জুলাই মধ্যরাতে ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন পেয়ারাবাগ (রেল লাইনের পাশে) এলাকায় বসবাসরত বুদ্ধি প্রতিবন্ধী দত্তক কন্যা জান্নাতুল ফেরদৌস @ জান্নাত (১৭)’কে ধর্ষণ করেন তারই পালিত বাবা মোঃ নুরুল ইসলাম (৫৪)।

উক্ত ঘটনায় ভিকটিম এর পালিত মা বাদী হয়ে গত ৮ জুলাই ২০২৫ তারিখে হাতিরঝিল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ধর্ষক মোঃ নুরুল ইসলাম (৫৪), পিতাঃ মৃত নুর মোহাম্মদ ফকির, গ্রামঃ মাঠিভাঙ্গা, থানাঃ মাদারীপুর, জেলাঃ মাদারীপুর’কে রাজধানীর কলাবাগান থানাধীন বসুন্ধরা সিটির বিপরীত পাশে ফুটপাতের উপর থেকে রাত ৯ টায় গ্রেফতার করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি বাদী রাবেয়া বেগম (৪২) এর দ্বিতীয় স্বামী। বাদী রাবেয়া বেগম তার প্রথম স্বামী জাহাঙ্গীর হাওলাদার এর সহিত দীর্ঘ ১৭ বছর পূর্বে রাজধানী ঢাকার মান্ডা কদম আলী এলাকায় বসবাসকালীন সময়ে ভিকটিমের মায়ের সহিত সুসম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম এর মা শারীরিক অসুস্থ্যতা জনিত কারণে মৃত্যুবরণ করলে ভিকটিম এর কোন আত্বীয় স্বজন না থাকায় ভিকটিমকে রাবেয়া বেগম (৪২) দত্তক নেন। পরবর্তীতে ভিকটিম এর পালিত মায়ের সহিত তার প্রথম স্বামীর বিবাহ বিচ্ছেদ হন এবং ধৃত আসামিকে ৫ বছর পূর্বে ভিকটিমের পালিত মা দ্বিতীয় বিবাহ করেন।

এরই ধারাবাহিকতায় গত ৩ জুলাই ভিকটিমের পালিত মা ঘুমন্ত থাকা অবস্থায় ভিকটিম এর পালিত বাবা মোঃ নুরুল ইসলাম (৫৪) বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিমকে মধ্যরাতে ভিকটিম এর বিছানায় গিয়ে বিভিন্নভাবে বুঝিয়ে ও ভয় দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন। পূর্বেও তার পালিত মা এর অনুপস্থিতিতে তাকে জোড়পূর্বক ধর্ষণ করেছে বলে ভিকটিম জানায়।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply