আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ
সংবাদ প্রকাশের পরে তেজগাঁও কলেজ সাইকোলজি ক্লাবের সদ্য গঠিত কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাইকোলজি ক্লাবের কমিটি স্থগিত থাকবে। নোটিশে বলা হয়েছে, আলোচনা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরবর্তী সময়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।
মনোবিজ্ঞান বিভাগের প্রধান ও সাইকোলজি ক্লাবের সভাপতি মুনীরা পারভীন এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
অভিযোগ রয়েছে, স্থগিত হওয়া কমিটিতে কলেজ প্রশাসন কর্তৃক নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকে রাখা হয়েছিল। যদিও প্রকাশিত নোটিশে এই বিষয়ে কোনো উল্লেখ নেই।
এর আগে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।