শিরোনাম
ঈশ্বরগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে পেশাদারিত্বের ঘাটতি ও চরম অদক্ষতা ঠাকুরগাঁও জেলা পুলিশ যেন উজিরে খামাখা? ভেঙে পরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি  ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে চার দফা দাবিতে নাগরিক উন্নয়ন ফোরামের মানববন্ধন কর্মসূচি পালিত বুড়িচংয়ে নির্যাতনে কলেজ ছাত্র হত্যায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন রংপুরে মাকে হত্যা মামলায় পুত্রের মৃত্যুদন্ডের আদেশ বিরলে ১৭শ কৃষক বিনামূল্যে পেলো সার ও বীজ একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে: রংপুরে শিবির সভাপতি কুমিল্লা নগরীতে যানজট নিরসন ও সড়কে বিশৃঙ্খলা বন্ধে বিক্ষোভ

তেজগাঁও কলেজে মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে শর্ট ফিল্ম স্ক্রিনিং ২০২৫

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ

তেজগাঁও কলেজের মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো শর্ট ফিল্ম স্ক্রিনিং ২০২৫

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের নির্মিত একাধিক শর্ট ফিল্ম প্রদর্শিত হয়, যা দর্শক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোখলেসুর রহমান, সিনিয়র সচিব ও চেয়ারম্যান, তেজগাঁও কলেজ গভর্নিং বডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, তেজগাঁও কলেজ গভর্নিং বডির সদস্য ড. এমডি জহিরুল হুদা (জালাল), মোঃ এমডি ফখরুল ইসলাম ভূঁইয়া এবং মোঃ এমডি আনোয়ারুজ্জামান আনোয়ার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন।

বিশেষ অতিথির বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে অনন্য ভূমিকা রাখবে। মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের গণমাধ্যম ও চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন বলেন, “শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও আধুনিক মিডিয়া জগতে নিজেদের দক্ষ করে গড়ে তোলার জন্য এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হবে। কলেজ প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”

শর্ট ফিল্মগুলোতে শিক্ষার্থীরা সৃজনশীলতা, সামাজিক দায়বদ্ধতা এবং সমকালীন নানা ইস্যু তুলে ধরেন। প্রদর্শনী শেষে সেরা শর্ট ফিল্ম নির্মাতাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

Leave a Reply