শিরোনাম
নীরব আকাশে হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল একাধিক অভিযোগে অভিযুক্ত ব্যক্তির ময়মনসিংহে সংগঠিত অপরাধ কর্মকান্ডের চিত্র নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী বরিশালে গণপূর্তে ঘুষ-চেক বাণিজ্যের অভিযোগ-চার ফ্যাসিস্ট কর্মকর্তা বাঁচাতে তৎপর তেলবাজ সাংবাদিক চক্র! মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লার বুড়িচং প্রতিনিধি মিঠাপুকুরে গ্রামীণ কাঁচা রাস্তা গিলে খাচ্ছে ফারুকের ইটভাটা জনদুর্ভোগে লোহনীবাসী রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ রংপুরে আলী রীয়াজ ১২ বছর বয়সী ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, অতঃপর… নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

নীরব আকাশে হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল

Chif Editor

লেখক – শিল্পী আক্তার :- একসময় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামবাংলার বাঁশঝাড়, আমগাছ কিংবা বসতবাড়ির আঙিনায় ভেসে আসত দোয়েলের মধুর ডাক। কালো-সাদা পালকের ছোট্ট এই পাখিটি ছিল আমাদের প্রকৃতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। অথচ আজ সেই পরিচিত দৃশ্য ক্রমেই বিরল হয়ে উঠছে। জাতীয় পাখি দোয়েল যেন নীরবে হারিয়ে যাচ্ছে আমাদের চারপাশ থেকে।

প্রকৃতিপ্রেমী ও পাখি বিশেষজ্ঞদের মতে, দোয়েল কমে যাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করছে। নির্বিচারে গাছ কাটার ফলে তাদের বাসস্থান ধ্বংস হচ্ছে। নগরায়ণ ও ইট-বালুর আগ্রাসনে গ্রাম-শহরের সবুজ পরিবেশ সংকুচিত হয়ে পড়ছে। পাশাপাশি কীটনাশকের অতিরিক্ত ব্যবহার দোয়েলের খাদ্যসংকট সৃষ্টি করছে, যা তাদের বংশবিস্তারেও নেতিবাচক প্রভাব ফেলছে।

দোয়েল শুধু একটি পাখি নয়—এটি আমাদের জাতিসত্তার প্রতীক। দেশের মুদ্রা থেকে শুরু করে কবিতা-গানে দোয়েলের উপস্থিতি আমাদের ইতিহাস ও আবেগের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু বাস্তবতায় আজ শিশুদের অনেকেই দোয়েলকে চেনে শুধু বইয়ের ছবিতে, প্রকৃতিতে নয়—এ এক গভীর উদ্বেগের বিষয়।

Leave a Reply