শিরোনাম
বেরোবির নিয়োগে জালিয়াতির অভিযোগ দুদকের, সরেজমিন অভিযান রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার-১ বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ তারেক রহমানের সঙ্গে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ, আইনানুগ ব্যবস্থার অনুরোধ রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত  নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার প্রশাসনের সুদৃষ্টিতে জনসাধারণে স্বস্তি-ভাঙ্গুড়ায়” দখলদার,মাদক ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান সংস্কার চান, তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে

দলে দলে বাড়িতে ফিরছেন গাজার মানুষ

Chif Editor

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তির শর্ত মেনে শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে ইসরায়েলি সেনারা গাজার জনবহুল এলাকাগুলো থেকে সরে যেতে শুরু করলে মানুষজন নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেন।

গাজার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উপকূলবর্তী সড়কে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। সমুদ্র ঘেঁষা আল-রশিদ সড়কে সারারাত অপেক্ষার পর ইসরায়েলি বাহিনী সরে যেতেই তারা দলে দলে গাজার উত্তরাঞ্চলে নিজেদের বিধ্বস্ত বাড়ির দিকে যাত্রা শুরু করেন।

এদিকে, গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি সতর্কতা নির্দেশনা জারি করেছে। আইডিএফের আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদরি এক বিবৃতিতে গাজার মানুষদের সতর্ক করে বলেছেন, তাদের সেনারা যেসব এলাকায় এখনও অবস্থান করছেন, সেখানে যেন কোনো বেসামরিক মানুষ না যান।

টাইমস অব ইসরায়েল সূত্রে জানা যায়, গাজার জনবহুল এলাকা থেকে সেনা সরানো হলেও উপত্যকাটির ৫৩ শতাংশ এলাকা এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে রয়েছে গাজা ও ইসরায়েল সীমান্তে ইসরায়েলের তৈরি করা বাফার জোন, যেখানে অসংখ্য বাড়িঘর ধসিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও, ইসরায়েলি সেনারা গাজা-মিসর সীমান্তের ফিলাডেলফি করিডর, উত্তরাঞ্চলের বেঈত হানুন, বেঈত লাহিয়া এবং রাফা ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসের বেশিরভাগ অংশে এখনও অবস্থান করছেন। আইডিএফ জানিয়েছে, এসব এলাকায় যাওয়ার চেষ্টা করলে চরম বিপদে পড়ার শঙ্কা রয়েছে।

Leave a Reply