
আপিল গ্রহণের শেষ দিন শুক্রবারে ১৭৬টি আপিল আবেদন জমা হয়। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। বিকেল ৫টা পর্যন্ত আপিল দায়েরের সময় থাকলেও শেষ দিনে সন্ধ্যা ৬টায় লাইনে অপেক্ষারত প্রার্থীদের দেখা গেছে আপিল করার জন্য।
আপিলের শুনানি শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ইসিতে শুরু হবে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।
এর মধ্যে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি। ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, ১২ জানুয়ারি ১৪১-২১০ নম্বর আপিল এবং ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।পরবর্তী আপিল শুনানির তারিখ শিগগিরই জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তারপর ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।



