শিরোনাম
শেরপুরে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত চায় বিএনপি: মাহদী আমিন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যের ডাক কলম্বিয়ার প্রেসিডেন্টের ‘মাফটা চান, বলেন ভুল করছি ১৯৭১ সালে—তারপর ভোটটা চান’ একটি দল জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে: নাহিদ ইসলাম হাফেজ্জী চ্যারিটেবলের উপদেষ্টা হলেন আ ফ ম খালিদ হোসেন ও মো. ইলিয়াস সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে: তারেক রহমান শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় ইউএনও-ওসি প্রত্যাহার নওগাঁয় তারেক রহমানের জনসভাস্থল ও আশপাশ লোকে লোকারণ্য বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

হাফেজ্জী চ্যারিটেবলের উপদেষ্টা হলেন আ ফ ম খালিদ হোসেন ও মো. ইলিয়াস

Chif Editor

অনলাইন ডেস্ক :- বাংলাদেশের অন্যতম মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB)-এর উপদেষ্টা পরিষদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের দুইজন বিশিষ্ট ব্যক্তিত্ব।

তারা হলেন— বাংলাদেশের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ও প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর আ. ফ. ম. খালিদ হোসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক বিবৃতিতে এইচসিএসবি কর্তৃপক্ষ জানায়, এই দুইজন সম্মানিত উপদেষ্টার জ্ঞান, অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নৈতিক নেতৃত্ব সংস্থাটির মানবিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, জবাবদিহিমূলক এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে অধিক গ্রহণযোগ্য করে তুলবে।

ডক্টর আ. ফ. ম. খালিদ হোসেন একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, গবেষক, লেখক ও চিন্তাবিদ হিসেবে দেশ-বিদেশে সুপরিচিত। কুরআন-সুন্নাহভিত্তিক জ্ঞানচর্চা, সমসাময়িক ইসলামী চিন্তাধারা, নৈতিকতা ও সামাজিক সংস্কারে তার অবদান গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইসলামী মূল্যবোধভিত্তিক মানবিক সমাজ গঠনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার মতে, মানবিক কাজ কেবল আবেগনির্ভর দান নয়; বরং তা ন্যায়, আমানতদারী, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ওপর প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন।

অন্য দিকে মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস বাংলাদেশ সেনাবাহিনীর একজন সম্মানিত সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা। তার দীর্ঘ সামরিক জীবনে শৃঙ্খলা, কৌশলগত পরিকল্পনা, প্রশাসনিক দক্ষতা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের স্পষ্ট দৃষ্টান্ত রয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থাপনা ও নেতৃত্বে তার অভিজ্ঞতা দেশব্যাপী সুপরিচিত। অবসর-পরবর্তী সময়ে তিনি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থেকে ন্যায়, মানবিকতা ও জনকল্যাণে কাজ করে যাচ্ছেন।

উপদেষ্টা হিসেবে ডক্টর আ. ফ. ম. খালিদ হোসেন ও মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস এইচসিএসবির নীতিনির্ধারণী দিকনির্দেশনা প্রদান, দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনায় পরামর্শ, মানবিক কার্যক্রমে গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংস্থার প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিসহ বৃহৎ মানবিক প্রকল্প ও জরুরি সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সঙ্গে সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের জন্য নৈতিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মানদণ্ড নির্ধারণেও তারা দিকনির্দেশনা দেবেন।

এইচসিএসবি কর্তৃপক্ষ আরও জানায়, বর্তমানে বাংলাদেশ থেকে একমাত্র সেবামূলক সংস্থা হিসেবে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ গাজায় ধারাবাহিকভাবে মাঠপর্যায়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিতভাবে গাজা থেকে সরাসরি ধারণ করা ভিডিও ফুটেজ, ভিডিওর ভেতরেই স্পষ্ট তারিখসহ বাস্তব বিবৃতি এবং মাঠপর্যায়ের দৃশ্য প্রকাশ করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ড, পরিকল্পনা, শৃঙ্খলা ও জবাবদিহিতার সমন্বয়ে পরিচালিত এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও আরও বিস্তৃত আকারে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

সংস্থাটির বিশ্বাস, ডক্টর আ. ফ. ম. খালিদ হোসেনের ইলম, প্রজ্ঞা ও নৈতিক দিকনির্দেশনা এবং মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াসের শৃঙ্খলা, প্রশাসনিক ও কৌশলগত অভিজ্ঞতার সমন্বয় এইচসিএসবির মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী, কার্যকর ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তুলবে।

Leave a Reply