শিরোনাম
এক হাদির রক্তের ওপর লাখো হাদি দাঁড়িয়ে যাবে: হেফাজতে ইসলাম সবাই হাদি হতে পারে না, আমি চেষ্টা করেও পারিনি: মাহমুদুর রহমান রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ হাদিকে গুলি: ফেনী সীমান্তে বিজিবির তল্লাশি ও টহল জোরদার আমার নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব দানে ইউ এন ( UN) ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ জন বাংলাদেশি সেনা নিহত, জানায় আই এস পি আর শহর থেকে গ্রামের বাড়ি গেলেন বেড়াতে, রাতে গলা কেটে হত্যা বাবা মির্জা ফখরুলের জন্য ভোটের মাঠে উঠান বৈঠকে ফখরুল কণ্যা মির্জা সাফারুহ তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম নতুন গতি পাবে : আমীর খসরু

মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টায় মরিয়া আবদুল হাফেজ মাঝিকে

Deshpattra

মিথ্যা মামলায়  ফাঁসানোর চেষ্টায় মরিয়া আবদুল  হাফেজ মাঝিকে

নোয়াখালী সুধারাম থানা অন্তর্ভুক্ত  বাংলা বাজার  ৯৩ শল্যা,  ধর্মপুর ইউনিয়নের মনহোর আলীর পুএ মোহাম্মদ  আবদুল  হাফেজ মাঝিকে মিথ্যা  মামলায়  ফাঁসানো চেষ্টায়  মরিয়া মের্সাস আজিজ ব্রিকস মালিক  মো: ফরহাদ হোসেন। সা:চৌগুরী,  মৌকরা,  লাঙ্গলকোট,  কুমিল্লা।  দীর্ঘদিন যাবত  মের্সাস আজিজ ব্রিকস  ফ্লিড মোহাম্মদ  আবদুল  হাফেজ মাঝি কারিগর  ২০জন হেলপার সহ মোটন৩২জন লোকজন  নিয়ে কাজ করার চুক্তি  স্বাক্ষর করে ৩০.০০০০০/টাকার কন্টাক্ট,   কাগজ করেন, ১৬/০৮/২০২২ইং।  ফরহাদ হোসেন ও মাঝি হাফেজ সহ।

দীর্ঘ  তিন মাস পযন্ত  কাজ করেন  লেবার নিয়ে  আবদুল  হাফেজ মাঝি। পরক্ষনেই  বিচলিত  হয়ে  আজিজ ব্রিকস  মালিক,  বিভিন্নভাবে  অযুহাত দেখিয়ের  টাকা না দিয়ে  লেবার দের মারধর সহ বিভিন্ন  ভাবে নির্যাতন শুরু করতে তাকেন। তাছাড়া  মোহাম্মদ  আবদুল হাফেজ মাঝিকে হত্যার হুমকি সহ বিভিন্ন  ভাবে হয়রানি করেন বলেন  অভিযোগ  উঠেছে।

ভুক্তভোগী  আবদুল হাফেজ মাঝি গণমাধ্যম কে জানান। পরবর্তী  আজিজ ব্রিকস মালিক ফরহাদ হোসেন সাথে মুটো ফোনে  যোগাযোগ  করতে চাইলে একাধিক  বার ,  পাওয়া  যায়নি। পরক্ষণেই  চুক্তিপএ ২য়  স্বাক্ষী মো: আবু নাসের( মাষ্টার) সাতে তিনি জানান সাংবাদিক দের কে বিষয়টি সত্য ,  এবং  আবদুল  হাফেজ মাঝির  সাথে চুক্তিতে স্বাক্ষর  সত্যতা নিশ্চিত  করেন। ও ফরহাদ  হোসেন বিভিন্নভাবে  মিথ্যা  চেক  মামলায়  হয়রানি করেন  বলেন।

উল্লেখ ,  মোহাম্মদ  আবদুল হাফেজ মাঝি  মাননীয়  প্রধানমন্ত্রী  ও  স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ  কামনা  করেন।

Leave a Reply