শিরোনাম
সংবাদ প্রকাশের পর স্থগিত হলো তেজগাঁও কলেজ সাইকোলজি ক্লাবের কমিটি থ্যালাসেমিয়া রোগীদের পাশে তেজগাঁও কলেজ রোভার স্কাউট, সোমবার ব্লাড ডোনেশন ক্যাম্পেইন সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ের সেই ধর্ষক আওয়ামী চেয়ারম্যান অখিল চন্দ্রকে পুনর্বহালের জন্য পাঁচ লাখের খেলা তেজগাঁও কলেজে ফটোগ্রাফি ক্লাবের নতুন ভেস্ট উদ্বোধন তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগ, সন্ত্রাসী হামলায় সংবাদদাতা পরিবারসহ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে তেজগাঁও কলেজে চার বিভাগে সাউন্ড সিস্টেম উদ্বোধন তেকসাস’র নবীন সদস্যদের ভার্চুয়াল পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডে প্রতি মাসে কোটি টাকার ময়লা বাণিজ্য’র অভিযোগ কুমিল্লায় বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১

➖জাহাজ মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই➖

Nasir Uddin Pollob

নিজেস্ব প্রতিনিধিঃ জাহাজ মালিকরা আজ অসহায় তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা এখন সময়ের দাবি সাইদ আহমেদ ও ইঞ্জি. মেহবুব কবির প্যালেন বিজয়ী হলে জাহাজ মালিকদের ন্যায্য অধিকার ও অস্তিত্ব প্রতিষ্ঠা করতে সর্বাত্মক চেষ্টা করবো। রবিবার বিকালে ঢাকার দোহার উপজেলায় চৈতাবাতর এলাকায় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর দ্বিবার্ষিকী নির্বাচনে সাইদ আহমেদ ও ইঞ্জি. মেহবুব কবিরের প্যালেন পরিচিতি সভায় প্যানেলের পক্ষ হতে এ ঘোষণা দেওয়া হয়।
প্যানেল প্রধান ইঞ্জিনিয়ার মেহবুব কবির বলেন, আপনারা তো বর্তমান কমিটিকে দেখলেন, তারা আমাদের জন্য কিছুই করতে পারেনি। আমরা জাহাজ মালিকরা ঠিকমত শ্রমিকের বেতন বোনাস দিতে পারিনি। জাহাজের কোন শৃঙ্খলা বা সিরিয়াল নেই। এক টিভ দিলে ৩ মাস জাহাজ বন্ধ থাকে। তাদের নেতৃত্বে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। গত ৪ বছরে ৪০০টি জাহাজ কাটা হয়েছে। অনেকে এই ব্যবসায় এসে পথের ফকির হয়েছে। আমাদের প্যানেল বিজয়ী হলে আমরা জাহাজ ব্যবসাকে শীর্ষে নিয়ে যাবো।
প্যানেলের আরেক প্রধান সাইদ আহমদ বলেন, জাহাজ মালিকরা ভালো নেই। কয়েকটি সিন্ডিকেট এই জাহাজ ব্যবসাকে ধ্বংস করে দিচ্ছে। যেমন করেই হোক এই সিন্ডিকেটকে রুখতে হবে। আমাদের প্যানেল বিজয়ী হলে ইনশা আল্লাহ আমরা এই সিন্ডিকেট গোড়া থেকে উপরে ফেলবো।
জাহাজ ব্যবসায়ী জুলহাস বেপারীর সভাপতিত্বে প্যানেল পরিচিতি সভায় মো. খুরশিদ আলম, শহিদুল ইসলাম ভুইয়া, মো. মাসুদ করিম, মশিউর রহমান, আকন্দ মো. সোহরাব হোসেন, ক্যাবল অপারেটর এসোসিয়েশন অফ বাংলাদেশ চেয়ারম্যান এবিএস সাইফুল হোসেন সোহেল, মোশারফ হোসেন, নর উত্তম চন্দ্র সাহা, লতিফ ঢালী, এটিএম রাশেদ বাবু, মো. মিলন শিকদার, ওয়ালিউল্লাহ ভুইয়া, শাহ জামাল, ইঞ্জি. আব্দুস সাত্তার, ইঞ্জি. ফেরদৌসার রহমান, শামিমুর রহমান, আক্তার ফারুক, আবুল কালাম, আব্দুল জলিল, লোকমাব হোসেন, বাবুল হোসেন, মো. জুলফিকার রহমান, মোহাম্মদ আলী, মহসিন হোসেন চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply