নিজেস্ব প্রতিনিধিঃ জাহাজ মালিকরা আজ অসহায় তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা এখন সময়ের দাবি সাইদ আহমেদ ও ইঞ্জি. মেহবুব কবির প্যালেন বিজয়ী হলে জাহাজ মালিকদের ন্যায্য অধিকার ও অস্তিত্ব প্রতিষ্ঠা করতে সর্বাত্মক চেষ্টা করবো। রবিবার বিকালে ঢাকার দোহার উপজেলায় চৈতাবাতর এলাকায় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর দ্বিবার্ষিকী নির্বাচনে সাইদ আহমেদ ও ইঞ্জি. মেহবুব কবিরের প্যালেন পরিচিতি সভায় প্যানেলের পক্ষ হতে এ ঘোষণা দেওয়া হয়।
প্যানেল প্রধান ইঞ্জিনিয়ার মেহবুব কবির বলেন, আপনারা তো বর্তমান কমিটিকে দেখলেন, তারা আমাদের জন্য কিছুই করতে পারেনি। আমরা জাহাজ মালিকরা ঠিকমত শ্রমিকের বেতন বোনাস দিতে পারিনি। জাহাজের কোন শৃঙ্খলা বা সিরিয়াল নেই। এক টিভ দিলে ৩ মাস জাহাজ বন্ধ থাকে। তাদের নেতৃত্বে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। গত ৪ বছরে ৪০০টি জাহাজ কাটা হয়েছে। অনেকে এই ব্যবসায় এসে পথের ফকির হয়েছে। আমাদের প্যানেল বিজয়ী হলে আমরা জাহাজ ব্যবসাকে শীর্ষে নিয়ে যাবো।
প্যানেলের আরেক প্রধান সাইদ আহমদ বলেন, জাহাজ মালিকরা ভালো নেই। কয়েকটি সিন্ডিকেট এই জাহাজ ব্যবসাকে ধ্বংস করে দিচ্ছে। যেমন করেই হোক এই সিন্ডিকেটকে রুখতে হবে। আমাদের প্যানেল বিজয়ী হলে ইনশা আল্লাহ আমরা এই সিন্ডিকেট গোড়া থেকে উপরে ফেলবো।
জাহাজ ব্যবসায়ী জুলহাস বেপারীর সভাপতিত্বে প্যানেল পরিচিতি সভায় মো. খুরশিদ আলম, শহিদুল ইসলাম ভুইয়া, মো. মাসুদ করিম, মশিউর রহমান, আকন্দ মো. সোহরাব হোসেন, ক্যাবল অপারেটর এসোসিয়েশন অফ বাংলাদেশ চেয়ারম্যান এবিএস সাইফুল হোসেন সোহেল, মোশারফ হোসেন, নর উত্তম চন্দ্র সাহা, লতিফ ঢালী, এটিএম রাশেদ বাবু, মো. মিলন শিকদার, ওয়ালিউল্লাহ ভুইয়া, শাহ জামাল, ইঞ্জি. আব্দুস সাত্তার, ইঞ্জি. ফেরদৌসার রহমান, শামিমুর রহমান, আক্তার ফারুক, আবুল কালাম, আব্দুল জলিল, লোকমাব হোসেন, বাবুল হোসেন, মো. জুলফিকার রহমান, মোহাম্মদ আলী, মহসিন হোসেন চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।
➖জাহাজ মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই➖
Keep Reading
Add A Comment
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
© ২০২৪ Deshpattra. Designed by Md Salauddin Bhuiyan