শিরোনাম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহাকালের সমাপ্তি ঘটিয়ে না ফেরার দেশে চলে গেলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বেগম খালেদা জিয়ার জানাজা-দাফনের বিষয়ে সরকার থেকে জানানো হবে: মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফ্রান্সের শোক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের গভীর শোক বুধবার বাদ জোহর বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা, শহীদ জিয়ার সমাধির পাশে দাফন স্বামীর পাশেই শেষ শয্যা, চলছে বেগম খালেদা জিয়ার কবরের মাপজোখ বেগম খালেদা জিয়ার প্রয়াণ, আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার প্রয়াণ, স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতে গুলশানের কার্যালয়ে তারেক রহমান

মামলার আসামি হলেও সবাইকে গ্রেপ্তার করা হবে না: আইজিপি

Chif Editor

অনলাইন ডেস্ক:- মামলার আসামি হলেই সবাইকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। পুলিশ হেডকোয়ার্টার সব মামলা যাচাই বাছাই করছে বলেও জানান তিনি।

শনিবার চট্টগ্রামে এক সভায় যোগ দিয়ে আইজিপি বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্রের মধ্যে ৭৫ ভাগ উদ্ধার হয়েছে। একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। দুর্গাপূজায় পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে।

আইজিপি আরও বলেন, জনগণের আস্থা পুলিশি কার্যক্রমের মাধ্যমে ফিরিয়ে আনতে চায় পুলিশ। জনগণের প্রকৃত বন্ধু হতে চায়। পুলিশের উপর আস্থা ফেরাতে চট্টগ্রামে অতি শীঘ্রই মোটর বাইক পেট্রোলিং শুরু করবে পুলিশ।

Leave a Reply