অনলাইন ডেস্ক:- মামলার আসামি হলেই সবাইকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। পুলিশ হেডকোয়ার্টার সব মামলা যাচাই বাছাই করছে বলেও জানান তিনি।
শনিবার চট্টগ্রামে এক সভায় যোগ দিয়ে আইজিপি বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্রের মধ্যে ৭৫ ভাগ উদ্ধার হয়েছে। একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। দুর্গাপূজায় পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে।
আইজিপি আরও বলেন, জনগণের আস্থা পুলিশি কার্যক্রমের মাধ্যমে ফিরিয়ে আনতে চায় পুলিশ। জনগণের প্রকৃত বন্ধু হতে চায়। পুলিশের উপর আস্থা ফেরাতে চট্টগ্রামে অতি শীঘ্রই মোটর বাইক পেট্রোলিং শুরু করবে পুলিশ।