শিরোনাম
ঈশ্বরগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে পেশাদারিত্বের ঘাটতি ও চরম অদক্ষতা ঠাকুরগাঁও জেলা পুলিশ যেন উজিরে খামাখা? ভেঙে পরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি  ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে চার দফা দাবিতে নাগরিক উন্নয়ন ফোরামের মানববন্ধন কর্মসূচি পালিত বুড়িচংয়ে নির্যাতনে কলেজ ছাত্র হত্যায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন রংপুরে মাকে হত্যা মামলায় পুত্রের মৃত্যুদন্ডের আদেশ বিরলে ১৭শ কৃষক বিনামূল্যে পেলো সার ও বীজ একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে: রংপুরে শিবির সভাপতি কুমিল্লা নগরীতে যানজট নিরসন ও সড়কে বিশৃঙ্খলা বন্ধে বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও NUSDF-এর মধ্যে দক্ষতা উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

S M Rashed Hassan

মোঃ আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (NUSDF)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (NUSDF)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এই সমঝোতা স্মারক জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমন্বিত কার্যক্রম হিসেবে বাস্তবায়িত হবে।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন দক্ষতা উন্নয়ন (Skill Development) কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT), ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, ফ্রিল্যান্সিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়াও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং ইন্ডাস্ট্রি সংযোগমূলক কার্যক্রম পরিচালিত হবে। এই কার্যক্রম সফল বাস্তবায়নের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের হার বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাশেম এবং NUSDF Bangladesh সভাপতি রিয়াজ হোসাইন।

Leave a Reply