শিরোনাম
“খুনের দায়ে কুমিল্লায় একজনের যাবজ্জীবন কারাদন্ড” চবি’র আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র চবি, ১৪৪ ধারা জারি নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি

সাবেক মন্ত্রী আবদুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেজগাঁও কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, ক্যাম্পাস (তেজগাঁও কলেজ) প্রতিনিধিঃ

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং স্বেচ্ছায় রক্তদান সেবা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) তেজগাঁও কলেজে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল।

তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল আওয়াল রনির সঞ্চালনায় ও যুগ্ম আহ্বায়ক মোঃ সাখাওয়াত হোসেন সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহজাহান শাওন, অলিউজ্জামান সোহেল, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন এস রুবেল, তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোরশেদ আলম তরুণ ও সদস্য সচিব মোঃ সেলিম হোসেন।

এছাড়াও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের সহধর্মিণী এবং তেজগাঁও কলেজ ছাত্রদলসহ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোরশেদ আলম তরুণ বলেন, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সম্পদ ছিলেন। তিনি ছিলেন একাধারে ছিলেন মহাসচিব, মন্ত্রী, ব্যারিস্টার এবং মেধাবী রাজনীতিবিদ।

তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ সেলিম হোসেন বলেন, ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ছিলেন একজন সৎ, আদর্শবান ও দক্ষ রাজনীতিবিদ। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply