শিরোনাম
আগামী নির্বাচনে জনসমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি: মেয়র শাহাদাত “খুনের দায়ে কুমিল্লায় একজনের যাবজ্জীবন কারাদন্ড” চবি’র আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র চবি, ১৪৪ ধারা জারি নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তেজগাঁও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ পাঠান আর নেই

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ
তেজগাঁও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ পাঠান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টায় রাজধানীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুমের জানাজা আজ বুধবার (২৭ আগস্ট) বাদ জোহর তেজগাঁও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় সহকর্মী শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বিশিষ্টজনেরা অংশ নেবেন বলে জানা গেছে।

হারুনুর রশিদ পাঠান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও শিক্ষাবিদ। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখে গেছেন। তেজগাঁও কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব।

তাঁর মৃত্যুতে তেজগাঁও কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করেছে। কলেজ কর্তৃপক্ষ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম হারুনুর রশিদ পাঠান মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply