শিরোনাম
‘প্রবর্তন’ আলোচনা সভায় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি সংবাদ প্রকাশের পর স্থগিত হলো তেজগাঁও কলেজ সাইকোলজি ক্লাবের কমিটি থ্যালাসেমিয়া রোগীদের পাশে তেজগাঁও কলেজ রোভার স্কাউট, সোমবার ব্লাড ডোনেশন ক্যাম্পেইন সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ের সেই ধর্ষক আওয়ামী চেয়ারম্যান অখিল চন্দ্রকে পুনর্বহালের জন্য পাঁচ লাখের খেলা তেজগাঁও কলেজে ফটোগ্রাফি ক্লাবের নতুন ভেস্ট উদ্বোধন তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগ, সন্ত্রাসী হামলায় সংবাদদাতা পরিবারসহ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে তেজগাঁও কলেজে চার বিভাগে সাউন্ড সিস্টেম উদ্বোধন তেকসাস’র নবীন সদস্যদের ভার্চুয়াল পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডে প্রতি মাসে কোটি টাকার ময়লা বাণিজ্য’র অভিযোগ

‘প্রবর্তন’ আলোচনা সভায় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি

S M Rashed Hassan

রাজধানীর তেজগাঁও কলেজ ক্যাম্পাসে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস) এর “প্রবর্তন শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ক্যাম্পাসের উক্ত সভায় সমিতির সার্বিক কার্যক্রম, চলমান কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, তেজগাঁও কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোসাদ্দেকুর রহমান। তেকসাস’র সর্বোচ্চ পরিচালনা পর্ষদের সাজিদ হাসান, ইসমাইল সরদার (বাংলা এডিশন), নয়ন কুমার বর্মন (যায়যায়দিন), আজিজুল ইসলাম যুবরাজ (দৈনিক দেশবাংলা) ও এমএসআর সাঈদ (আরটিভি)।

এছাড়াও উপস্থিত ছিলেন, নিয়াজ করিম রাকিব (সংবাদ টিভি), আতিকুল ইসলাম (দেশপত্র), উমরা সিদ্দিকা প্রভা (দৈনিক রূপালীদেশ), মো: তুহিন ইসলাম রাতুল (দেশের কন্ঠ) প্রমূখ।

প্রভাষক মোসাদ্দেকুর রহমান বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিকতা চর্চা শুধু দক্ষতা বৃদ্ধিই নয়, বরং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতেও সহায়তা করবে।সংগঠন পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পরিচালনা পর্ষদের সদস্যরা বলেন, নতুন প্রজন্মকে সংগঠিত করে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি ইতিবাচক ধারা প্রতিষ্ঠাই তেকসাসের মূল লক্ষ্য। সভায় সমিতির কার্যক্রমকে আরও বেগবান করা, নতুন সদস্যদের দায়িত্ব সম্পর্কে অবহিত করা এবং পুরাতন সদস্যদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়। আলোচনায় সংগঠনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ, এবং কলেজ ক্যাম্পাসে তথ্যবহুল সংবাদ পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত সদস্যরা ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং সমিতির কার্যক্রমকে আরও বিস্তৃত ও সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply