শিরোনাম
নিখোঁজের ১০ দিনেও খোঁজ মেলেনি তিন মাদ্রাসাছাত্রীর,প্রতিষ্ঠান প্রধানকে গ্রেফতারের দাবি জুলাই আন্দোলনের মামলায় তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান গ্রেফতার তেজগাঁও কলেজে এইচএসসি ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ‘প্রবর্তন’ আলোচনা সভায় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি সংবাদ প্রকাশের পর স্থগিত হলো তেজগাঁও কলেজ সাইকোলজি ক্লাবের কমিটি থ্যালাসেমিয়া রোগীদের পাশে তেজগাঁও কলেজ রোভার স্কাউট, সোমবার ব্লাড ডোনেশন ক্যাম্পেইন সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ের সেই ধর্ষক আওয়ামী চেয়ারম্যান অখিল চন্দ্রকে পুনর্বহালের জন্য পাঁচ লাখের খেলা তেজগাঁও কলেজে ফটোগ্রাফি ক্লাবের নতুন ভেস্ট উদ্বোধন

জুলাই আন্দোলনের মামলায় তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান গ্রেফতার

S M Rashed Hassan

নিজস্ব প্রতিবেদক:

জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলা তেজগাঁও কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফুল আলমকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।

রাজধানীর ফার্মগেট এলাকার ইন্দিরা রোড থেকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠন কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে আশরাফুল আলম মিরপুরে বসবাস করছিলেন। জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যার সাথে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ঘটনায় কাশিমপুর থানায় তার নামে একাধিক মামলাও রয়েছে।

এমন একজন বিতর্কিত ব্যক্তিকে সম্প্রতি তেজগাঁও কলেজ প্রশাসন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত করায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ছাত্র হত্যার সাথে জড়িত একজনকে শিক্ষক ও প্রশাসনিক পদে বহাল রাখা শিক্ষাঙ্গনের জন্য কলঙ্কজনক।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে আশরাফুল আলমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার গ্রেফতারের খবরে গাজীপুর ও রাজধানীতে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে।

Leave a Reply