শিরোনাম
২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারে মুক্তিযোদ্ধা কমান্ডারের আলটিমেটাম  ‘গণতান্ত্রিক সংস্কার জোট’র মুখপাত্র নাহিদ ইসলাম বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক: মেডিকেল বোর্ড ‘পৃথিবীর একমাত্র সীমান্ত বাংলাদেশ-ভারত, যেখানে মানুষকে গুলি করে মারা হয়’ শওকত মাহমুদ আটক ডিজি’র সঙ্গে বাগবিতণ্ডার জবাবে আমাকে সাসপেন্ড করেন নো প্রব্লেম -ডা.ধনদেব বর্মন কেরাণীগঞ্জে সাংবাদিক ফয়সাল এর ওপর মাদক ব্যবসায়ীর হামলা: বিএমইউজে নিন্দা প্রতিবাদ সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গঠন করেছে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি প্রণোদনার নামে দূর্ণীতি ও লুটপাটের কারণে ঠাকুরগাঁওয়ে গম আবাদ ছাড়ছেন চাষিরা মাদক ও অপরাধমুক্ত ঠাকুরগাঁও গড়ে তুলতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা চাইলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার

রাজধানীর মোহাম্মদপুরে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টায় গ্রেপ্তার ০৮

Chif Editor

শিল্পী আক্তার, নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধাওয়া করে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আসাদগেট আড়ংয়ের পাশের গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রংপুর মহানগর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশিকুর রহমান নয়ন,রংপুর মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার।

রাজশাহীর মোহনপুরের মো. জনি, রংপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক মাহমুদ, রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আলভী, রংপুরের বদরগঞ্জ এলাকার বাসিন্দা মুজাহিদুল, বাগেরহাটের মোল্লাহাটের মামুনুর রহমান সরদার ও মো. সজিব খান। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি জানান, সকালে গণভবন ক্রসিংয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিলের চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করলে তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এরপর পুলিশ আসাদগেট ও লালমাটিয়া এলাকায় ধাওয়া করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে ব্যানারসহ গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, আমরা বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

Leave a Reply