শিরোনাম
মব ‘মিষ্টি’ করে জমি দখলের চেষ্টা, পুলিশ-সেনাবাহিনীর হস্তক্ষেপে রক্ষা শ্যামপুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু, চিকিৎসাধীন ২ জন, গ্রেফতার ব্যবসায়ী জয়নুল দেশে ছুটি শেষে মালে ফিরলেন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপে কর্মরত বাংলাদেশী ডাক্তারদের সৌজন্য সাক্ষাৎ বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যায় সন্দিগ্ধ হোটেল কর্মী গ্রেপ্তার মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক: নবীউল্লাহ নবী এমপি সৎ হলে ঠিকাদারের চুরি করার সুযোগ নেই: রুমিন ফারহানা জুলাই সনদ হলেই মব জাস্টিস বন্ধ হবে না: আলী রীয়াজ চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ

বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক: নবীউল্লাহ নবী

Chif Editor

অনলাইন ডেস্ক :- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ঢাকা-৫ (ডেমরা ও যাত্রাবাড়ী) আসনের প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। বেগম জিয়া দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সাহসী ভূমিকা রেখেছেন- তা জাতি আজীবন মনে রাখবে।’

গতকাল রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর ডেমরা থানার ৬৯নং ওয়ার্ডে এক দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নবীউল্লাহ নবী বলেছেন, দেশের ও গণতন্ত্রের স্বার্থই ছিল বেগম খালেদা জিয়ার কাছে সর্বাগ্রে। তিনি ছিলেন একজন অনুকরণীয় নেতা, যিনি আজীবন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে গেছেন।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান যে গণতন্ত্রের মশাল উনার হাতে দিয়েছিলেন, দেশনেত্রী তা তারেক রহমানের হাতে তুলে দিয়ে গেছেন। গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম জিয়ার ভাবনা ও আদর্শ ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে।

উল্লেখ্য, দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়। এ সময় ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply