
অনলাইন ডেস্ক :- ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল -আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাচগাঁও গ্রামবাসীদের সাথে নির্বাচনী জনসভার মাধ্যমে তিনি তার প্রচারণা কার্যক্রম শুরু করেন।
এ উপলক্ষে পরমানন্দপুর পশ্চিমপাড়া খেলার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বহু বছর পর ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। সেই সুযোগ কোনো ভাবেই হারাতে দেয়া যাবে না। কারণ তার পিতা ভাষা সৈনিক অলি আহাদ ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
অনুষ্ঠানে রুমিন ফারহানার কর্মী সমর্থকসহ পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর, বড়ইচারা, ফতেহপুর, হরিপুর ও বাইটবাড়িয়া গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।


