শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি, দখলবাজি করে নাই রংপুরে নিজ আসনে জিএম কাদের গোমতী নদীর উত্তর পাড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আশঙ্কা হত্যা শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটনে গ্রেপ্তার ০৫ মামুন মাহমুদের নীল নকশা বাস্তবায়নে মান্নানকে কব্জার চেষ্টা, বাস্তবায়নের নেতা কর্মীদের অধির অপেক্ষা নারায়ণগঞ্জ বাসীর গোসাইপুর কেজিকে ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুধী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও যারা দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল ‘ভারতের সঙ্গে বিএনপির চুক্তির দাবিটি ভুয়া’ ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ৮২ হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক ভারতের মাটিতে বাংলাদেশের খেলা নিয়ে যা বললেন পেসার শরিফুল

জাতীয় পার্টি চাঁদাবাজি, দখলবাজি করে নাই রংপুরে নিজ আসনে জিএম কাদের

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন, আমি রংপুরের সন্তান।

রংপুরবাসীর কাছে আমারও চাওয়া হলো, জাতীয় পার্টি যতদিন ক্ষমতায় ছিলো ততদিন রংপুরবাসী শান্তিতে ছিলো। জাতীয় পার্টি, চাঁদাবাজি, দখলবাজি করে নাই। জাতীয় পার্টি কাউকে অত্যাচার করে নাই। বিএনপি, জামায়াতসহ সকল দলের লোক আমার কাছে যারা এসেছিল, সবার কাছে সমানভাবে দেখা হয়েছে। তাই রংপুরবাসী যদি শান্তি চায়, স্বস্তি চান, সুন্দরভাবে বাঁচতে চান, তাহলে বিগত দিনের মতো আবারও জাতীয় পার্টিকে সমর্থন দিবেন, লাঙল মার্কায় ভোট দিবেন এই কামনা করছি।

শনিবার (২৪ জানুয়ারী) বিকেলে সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে লাঙ্গলের প্রচারণার পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, নানা বাধা বিপত্তির মুখে আমরা নির্বাচনে এসেছি। তারা আমাদের দলকে ভাগ করার চেষ্টা করেছিল, নির্বাচন থেকে সরে দিতে চেয়েছিলা, আমরা তা রুখে দিয়েছি। আমাদের প্রার্থী ও নেতাকর্মীদের নামে মামলা দিয়ে জেলে রাখছে। কোন জামিন হচ্ছে না। উল্টো আরো মামলা দেওয়া হচ্ছে। আমাদের নির্বাচনে বাধা দেওয়া হচ্ছে, রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তথাপিও আমরা আমাদের রাজনীতি করছি। দরকার হলে বুকের রক্ত দিবো তবুও আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো। আমরা মারা যাবো, তবু আমরা দেশের মানুষর অধিকার প্রতিষ্ঠা করবো।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামীলীগ দল হিসেবে নিষিদ্ধ নয়। তাদের রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। যা কোনোভাবেই ঠিক নয়। তারা যদি নির্বাচনে আসতে চায়, তাদের উপর প্রেসার দেওয়া হচ্ছে, তাদের অত্যাচার করা হচ্ছে। তবে আওয়ামীলীগের ভোট বিএনপি, জামায়াত, এনসিপি চাচ্ছে। তাদের ভোট দিলে ভোট দিতে পারবে। কিন্তু জাতীয় পার্টিকে ভোট দিলে তাদের ভোট দিতে দিবে না। এমন করে দেশের সংখ্যালঘুদের উপরও অত্যাচার করা হচ্ছে, যাতে করে তারা ভোট দিতে না পারে। তাদেরকে একই কথা বলছে। বিএনপি, জামায়াত এনসিপি তাদেরকে ভোট দিতে বলছে। কিন্তু আমাদের ভোট দিলে সমস্যা আছে। তাই আমরা নির্বাচন কমিশনের প্রতি দাবী জানাচ্ছি, আমাদের যেন সুষ্ঠভাবে নির্বাচন করতে দেওয়া হয়। আমাদের উপর যেন কোন নির্যাতন করা না হয়, আমাদের নির্বাচনে যেন বাধা দেওয়া না হয়।

তিনি আরো বলেন, দেশের প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী সরকারের নিয়োগকর্তা বৈষম্যবিরোধী নেতারা। যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছেন। তারাই বর্তমানে সরকারী দল। তাদের অধীনে নির্বাচন হচ্ছে। তাই নির্বাচন ব্যবস্থায় কোন নিরপেক্ষতা দেখছি না। সরকার ও সরকারি দল মিলে প্রহসনমূলক নির্বাচন করে রাষ্ট্র দখল করতে চায়। রাষ্ট্র নিয়ে কোন ষড়যন্ত্র আমরা আর মেনে নেবো না।

হ্যাঁ, না ভোট প্রসঙ্গে জিএম কাদের বলেন, গতকাল রংপুরে সরকারের একজন উপদেষ্টা বলেছেন, যারা না ভোট চাচ্ছেন তারা স্বৈরাচারের দোসর। আমি বলতে চাই, আমরা দেশ বাঁচাতে না ভোটের পক্ষে। আর যারা হ্যাঁ ভোটের পক্ষে তারা নাৎসীবাদের দোসর।

এরপর তিনি আনুষ্ঠানিকভাবে রংপুরে লাঙলের প্রচার-প্রচারণা শুরু করেন এবং নগরীর সেন্ট্রাল রোড, পায়রা চত্বর ও জাহাজকোম্পানীসহ বিভিন্ন মোড়ে পথচারী, ব্যবসায়ীসহ সবার কাছে লিফলেট দিয়ে লাঙলের ভোট চান। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, এস এম ইয়াসীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply