
অনলাইন ডেস্ক :- ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বরহানগঞ্জ বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর আমির মো. হারুন অর রশিদ বলেন, মিছিলের পেছনে থাকা লোকজনের সঙ্গে কিছুটা বাক-বিতর্ক হলেও বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাতাব্বরের উসকানিতে তাদের লোকজনের ওপর হামলা চালানো হয়। এতে জামায়াতের তিনজন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
অন্য দিকে বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাতাব্বর জানান, জামায়াতে ইসলামীর মিছিলের পেছন দিক থেকে শাকিল হাওলাদারকে দেখামাত্র উসকানিমূলক কথা বলা হয়। এর প্রতিবাদ করলে জামায়াতের নেতাকর্মীরা তাকে মারধর করেন। পরে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে গেলে বিএনপির অন্তত ছয়জন আহত হন বলে তিনি জানান।


