শিরোনাম
নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ মার্কিন হুমকির মুখে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান ১৪ বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট ‘মহান আল্লাহ সুযোগ দিলে যেন দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে পারি’ নোয়াখালীতে বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০ দুঃসংবাদ পেলেন বিএনপির ১৭ নেতা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা: জি এম কাদের সাংবাদিকের মামলার বাধা প্রদানে আদালতে নালিশি অভিযোগ দায়ের-তদন্তের আদেশ প্রদান আদালতের কুমিল্লায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত সংসদ নির্বাচন অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি

‘মহান আল্লাহ সুযোগ দিলে যেন দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে পারি’

Chif Editor

অনলাইন ডেস্ক :- বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যতবার ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, আমরা দেশের উন্নয়নের চেষ্টা করেছি। মহান আল্লাহ সুযোগ দিলে যেন দেশ ও দেশের মানুষের সেবায় নিয়োজিত হতে পারি—এ জন্য সবার দোয়া চাই।”

শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে বগুড়ার মোকামতলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বগুড়া থেকে রংপুরে যাওয়ার পথে তারেক রহমানকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকেন। মোকামতলা এলাকায় ১০ হাজারের বেশি মানুষের উপস্থিতি দেখে তিনি গাড়ি থেকে নেমে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, “১২ তারিখের নির্বাচনে বগুড়ার মানুষ প্রমাণ করবে—বগুড়া শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি।” তিনি জনগণকে ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম, বিএনপি নেতা এডভোকেট আব্দুল ওহাব, তাজুল ইসলাম, তাহেরুল ইসলাম, মীর সীমান্তসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply