
অনলাইন ডেস্ক :- জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লা বিভাগ করা হবে, ক্ষমতায় না গেলেও কুমিল্লাকে বিভাগ করতে বাধ্য করা হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লায় নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যুবকরা বেকার ভাতা খাওয়ার জন্য লড়াই করে নাই, করেছে মাথা উঁচু করে বাঁচার জন্য।
তিনি আরও বলেন, যারা মজলুম হবার পরিবর্তে জালিম হয়েছে, আগামী ১২ তারিখ নির্বাচনে জনগণ তাদের পরাজিত করবে।
মায়েদের বেইজ্জতি করলে জুলাই যুদ্ধাদের আবারও মাঠে নামার ও ভোট দেওয়ার ভয় দেখালে চোখে চোখ রেখে কথা বলার আহ্বান জানান তিনি।


