শিরোনাম
অবশেষে ৩৩ বছর পর গণমাধ্যম কর্মীদের জন্য উম্মুক্ত হলো রংপুর প্রেসক্লাব রংপুর শ্রম দপ্তরে সহকারীর রাজত্ব: আদালতে মামলার অজুহাতে ঘুষ বাণিজ্য এপিপি আরিফের বিরুদ্ধে নারী সাংবাদিককে হেনস্থা ও হুমকির অভিযোগ কুমিল্লা শহর যানজট মুক্ত করতে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে কুমিল্লা জেলা পুলিশ কামরাঙ্গীচর থানা বিএনপির নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত,আহব্বায়ক মোহাম্মাদ নাঈম কুমিল্লায় বিদেশি অস্ত্র ও মাদকসহ ২ যুবক গ্রেফতার রাজনৈতিক সিদ্ধান্তে ভূল করে আবারও ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না : মির্জা ফখরুল আজ দুপুর দুইটায় নিজ আসনে মির্জা ফখরুলের ইলেকশন জার্নি সিলেটে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ  জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ড মিটিংয়ে অংশ নিচ্ছেন : অরিত্র রহমান

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি নিয়মিত হওয়ার আহ্বান এম পি পদপ্রার্থী প্রফেসর সাইফুল আলম চৌধুরী

Juyel Khandokar

মোঃ শামীম শাহরিয়ার, নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গনকিয়া এলাকায় আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে গনকিয়া প্রিমিয়ার লিগ ২০২৫-এর সমাপনী ফাইনাল খেলা।

মুরইছড়া আলী হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শত শত দর্শক, স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফাইনাল খেলাটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সাইফুল আলম চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মানুষের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের তরুণরাই আগামী দিনের নেতা—তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি।”

“শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা গেলে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় অনেকাংশে রোধ করা সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেদওয়ান খান, জনাব আব্দুল মুহিত চৌধুরী রিপন, জনাব আজমল হোসেন চৌধুরী বাতেন, জনাব নাজিম উদ্দিন বাবুল, জনাব মোঃ রহমত আলী, জনাব দেলোয়ার খান দুলাল, জনাব মোঃ আব্দুল মুহিদ, জনাব মোঃ দুলাল মিয়া, জনাব নবাব আলী হাসিব খান, জনাব এম এ আহাদ, এবং জনাব দুলাল মাহমুদ প্রমুখ।

খেলাটি আয়োজন করে ইলেভেন ব্রাদার্স গনকিয়া, যারা দীর্ঘদিন ধরে এলাকায় ক্রীড়াচর্চা ও তরুণ প্রজন্মের বিকাশে কাজ করে যাচ্ছে।

ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি প্রফেসর সাইফুল আলম চৌধুরী।

Leave a Reply