শিরোনাম
সাংবাদিকের মামলার বাধা প্রদানে আদালতে নালিশি অভিযোগ দায়ের-তদন্তের আদেশ প্রদান আদালতের কুমিল্লায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত সংসদ নির্বাচন অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি দেবিদ্বারের এনসিপির পথসভা প্রস্তুতিতে হামলার অভিযোগ, আহত একাধিক গোলাম সারোয়ার মুকুল ভূঁইয়া সৎ ও জনদরদী হওয়াটাই কি আজ সবচেয়ে বড় অপরাধ? তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত শেরপুরে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত চায় বিএনপি: মাহদী আমিন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যের ডাক কলম্বিয়ার প্রেসিডেন্টের ‘মাফটা চান, বলেন ভুল করছি ১৯৭১ সালে—তারপর ভোটটা চান’

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি নিয়মিত হওয়ার আহ্বান এম পি পদপ্রার্থী প্রফেসর সাইফুল আলম চৌধুরী

Chif Editor

মোঃ শামীম শাহরিয়ার, নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গনকিয়া এলাকায় আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে গনকিয়া প্রিমিয়ার লিগ ২০২৫-এর সমাপনী ফাইনাল খেলা।

মুরইছড়া আলী হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শত শত দর্শক, স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফাইনাল খেলাটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সাইফুল আলম চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মানুষের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের তরুণরাই আগামী দিনের নেতা—তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি।”

“শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা গেলে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় অনেকাংশে রোধ করা সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেদওয়ান খান, জনাব আব্দুল মুহিত চৌধুরী রিপন, জনাব আজমল হোসেন চৌধুরী বাতেন, জনাব নাজিম উদ্দিন বাবুল, জনাব মোঃ রহমত আলী, জনাব দেলোয়ার খান দুলাল, জনাব মোঃ আব্দুল মুহিদ, জনাব মোঃ দুলাল মিয়া, জনাব নবাব আলী হাসিব খান, জনাব এম এ আহাদ, এবং জনাব দুলাল মাহমুদ প্রমুখ।

খেলাটি আয়োজন করে ইলেভেন ব্রাদার্স গনকিয়া, যারা দীর্ঘদিন ধরে এলাকায় ক্রীড়াচর্চা ও তরুণ প্রজন্মের বিকাশে কাজ করে যাচ্ছে।

ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি প্রফেসর সাইফুল আলম চৌধুরী।

Leave a Reply