শিরোনাম
এইচএসসি ফল প্রকাশ: তেজগাঁও কলেজে পাশের হার ৬৮.৫০ শতাংশ তেজগাঁও কলেজে ফুটপাত দখলমুক্ত অভিযানের তিনদিন পরই ফের দখল, শিক্ষার্থীদের ক্ষোভ সার সংকট কৃষকদের নায্য দাবি নিয়ে এই ঐক্যবদ্ধ হয়ে ডিসি অফিস ঘেরাও করুন ঠাকুরগাঁওয়ে : মির্জা ফখরুল অবশেষে ৩৩ বছর পর গণমাধ্যম কর্মীদের জন্য উম্মুক্ত হলো রংপুর প্রেসক্লাব রংপুর শ্রম দপ্তরে সহকারীর রাজত্ব: আদালতে মামলার অজুহাতে ঘুষ বাণিজ্য এপিপি আরিফের বিরুদ্ধে নারী সাংবাদিককে হেনস্থা ও হুমকির অভিযোগ কুমিল্লা শহর যানজট মুক্ত করতে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে কুমিল্লা জেলা পুলিশ কামরাঙ্গীচর থানা বিএনপির নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত,আহব্বায়ক মোহাম্মাদ নাঈম কুমিল্লায় বিদেশি অস্ত্র ও মাদকসহ ২ যুবক গ্রেফতার রাজনৈতিক সিদ্ধান্তে ভূল করে আবারও ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না : মির্জা ফখরুল

বেড়ায় গম কাটা মেশিনের চাকায় পৃষ্ট হয়ে ৭বছরের ১ শিশুর মৃত্যু। 

S M Rashed Hassan

 

শরিফুল ইসলাম’ পাবনা:

পাবনা বেড়া গম কাটা মেশিনের চাকায় পৃষ্ট হয়ে বায়জিদ নামের ৭বছরের এক শিশু নিহত হয়েছে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন কালিকাপুর পূর্ব পাড়া গ্রামে।

নিহত বায়জিদ কালিকাপুর পূর্ব পাড়ার মোঃ বিল্লাল শেখের প্রথম পত্র।

সরেজমিনে গিয়ে জানা যায়, ২১শে মার্চ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বন্ধুদের সাথে ৭ বছর বয়সী শিশু বায়োজিদ গম কাটা দেখতে বাড়ির পাশের একটি কৃষি জমির মাঠে যায়। এ সময় মেশিনটি গম কাঁটতে কাঁটতে এক সময় পিছনের দিকে গেলে হঠাৎ করে মেশিনের চাকার নিচে পড়ে যায় শিশু বায়োজিদ।

চিৎকার চেঁচামেচিতে ঘাতক চালক ঘটনাস্থল থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

তৎক্ষণাৎ আশপাশের লোকজন ছুটে এসে চাকার নিচ থেকে বায়োজিদকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতাল এবং পরে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আমিনপুর থানা পুলিশ। নিউজ লেখা পর্যন্ত থানায় কোন মামলা কিংবা লাশ ময়না তদন্তের কোন প্রক্রিয়ার খবর পাওয়া যায়নি।

তবে এই ঘটনায় একাধিকবার নিহত বায়োজিদের পরিবারের লোকজন এ ঘটনার বিচার দাবি করেছেন।

এদিকে বায়োজিদের অকাল মৃত্যুতে পরিবার স্বজন এবং প্রতিবেশীদের মাঝে ব্যাপক শোক বিরাজ করছে।

Leave a Reply