শিরোনাম
কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা: থানায় অভিযোগ কুমিল্লা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় সংবর্ধনা লন্ডনে ও দিল্লিতে বসে আর কোন রাজনীতি হবে না- ঠাকুরগাঁওয়ে ডাকসু’র ভিপি- সাদিক কায়েম ফেব্রুয়ারিতে হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন: সালাহউদ্দিন আহমদ নির্বাচিত সরকার না থাকায় দেশ সিদ্ধান্তহীনতায় ভুগছে: আমীর খসরু সামনের নির্বাচন দেশের জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য: রিজভী হাসিনার নয়াদিল্লিতে অবস্থান নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনেই খালেদা জিয়ার রোগের সূচনা: মির্জা ফখরুল জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানীমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

কচুয়ায় পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসী হামলা, ৫ সংবাদ কর্মী আহত

Chif Editor

বাগেরহাটের কচুয়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ৫ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) আনুমানিক ১.১৫ মিনিটের সময় একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে ১ শিক্ষককে মারধরের ঘটনার খবর পেয়ে সাংবাদিকদের ৫ সদস্যের একটি টিম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ তথ্য সংগ্রহের জন্য গেলে পূর্ব পরিকল্পিতভাবে চিহ্নিত সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা ও মারধর করে। এ সময় তাদের সাথে থাকা ক্যামেরা মোবাইল ফোন ভাঙচুর চালায়। এতে তাদের ২ লক্ষ ৩০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ সময় একাধিকবার সন্ত্রাসীরা তাদেরকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে হাসপাতালে এর কর্মচারী ও আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

হামলার শিকার সাংবাদিকরা হলেন – দৈনিক মানবকন্ঠ ও চ্যানেল এস এর সাংবাদিক রাকিবুল হাসান, দৈনিক আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি ও আনন্দ টিভির ক্যামেরাম্যান এস এম হুমায়ুন(২৫),দৈনিক সংবাদ চিত্রের রাসেল শেখ(৪৪), জে টিভির মুন্না শেখ(২৫),দৈনিক প্রভাত ও দৈনিক জন্মভূমির খান সুমন(৩৭)।
এ ঘটনায় ভুক্তভোগী রাকিবুল হাসান সাংবাদিকদের পক্ষে বাদী হয়ে দুজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১২/১৩ জনের নাম উল্লেখপূর্বক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন ব্যক্তি বর্গের সাথে কথা বলে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরী।

এবিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সামীম মোহাম্মদ বলেন, আমি শুনেছি আজ ৫ জন সাংবাদিক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহ করতে গেলে হামলা শিকার হয়। ইতিমধ্যে তারা অভিযোগ দায়ের করেছে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply