শিরোনাম
হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন পাবনায় দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন ১৭ বছর পর খুললো মিরপুরের ৬০ ফিটের নতুন সংযোগ সড়ক প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ জ্বালানি খাতে দুর্নীতি ও অনিয়ম”র প্রতিবাদে রংপুর ক্যাবের মানববন্ধন পুলিশের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি ৭০,পাবনা-০৩ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ জামায়াতের এমপি পদপ্রার্থী’র রাণীশংকৈলে ‘ডেভিল হান্ট-২’ অভিযানে আওয়ামী লীগ নেতা প্রশান্ত বসাক গ্রেফতার একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা সেই সাবেক মেয়র গ্রেফতার

দেবিদ্বারে কৃষি জমিতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে জব্দ দুই ড্রেজার ১ হাজার ফুট পাইপ ধংস

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের রাঘবপুর উত্তর পাড়ায় কৃষি জমিতে পরিচালিত অবৈধ ড্রেজার অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাঘবপুর গ্রামের মেঘনের বাড়ির উত্তর পাশে কৃষি জমিতে খোরশেদ আলম ডিলার ও বাবুল মিয়া নামের দুই ব্যক্তির মালিকানাধীন দুটি অবৈধ ড্রেজার দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল। এতে উর্বর ফসলি জমি নষ্ট হয়ে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েন। এ বিষয়ে স্থানীয়রা বারবার অভিযোগ করলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

অবশেষে, বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই দুটি ড্রেজার জব্দ করে এবং ১ হাজার ফুট পাইপ ধংস করা হয়েছে।

তবে অভিযান চলাকালীন ড্রেজার সংশ্লিষ্ট কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিনসহ দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম বলেন,কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেবিদ্বারের বিভিন্ন এলাকায় কৃষিজমি ও পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা বাড়ছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছে।

Leave a Reply