শিরোনাম
দেবিদ্বারে কৃষি জমিতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে জব্দ দুই ড্রেজার ১ হাজার ফুট পাইপ ধংস ময়মনসিংহে ঘোড়ার গাড়িতে শিক্ষক আনিসুর রহমানের বিদায় সংবর্ধনা ৫ বছরের শিশুকে ধর্ষণ: টাকা দিয়ে ধামাচাপার চেষ্টা মমেক হাসপাতালে দালাল চক্র নিরসনে মোবাইল কোর্টে গ্রেপ্তার ১৮ জনকে সাজা প্রদান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক সম্রাট সুজনকে আটক করেছে পুলিশ দেবিদ্বারে খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন: অভিভাবক সদস্য পদে জাহাঙ্গীর আলমের ব্যালট নম্বর ৪ মানবিক সংগঠন “মানবিক কুমিল্লা” উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রংপুরে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির প্রচারাভিযান গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় মুক্তি আন্দোলন জোট গঠন এর ঘোষণা ঈশ্বরগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে

দেবিদ্বারে কৃষি জমিতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে জব্দ দুই ড্রেজার ১ হাজার ফুট পাইপ ধংস

Juyel Khandokar

কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের রাঘবপুর উত্তর পাড়ায় কৃষি জমিতে পরিচালিত অবৈধ ড্রেজার অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাঘবপুর গ্রামের মেঘনের বাড়ির উত্তর পাশে কৃষি জমিতে খোরশেদ আলম ডিলার ও বাবুল মিয়া নামের দুই ব্যক্তির মালিকানাধীন দুটি অবৈধ ড্রেজার দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল। এতে উর্বর ফসলি জমি নষ্ট হয়ে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েন। এ বিষয়ে স্থানীয়রা বারবার অভিযোগ করলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

অবশেষে, বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই দুটি ড্রেজার জব্দ করে এবং ১ হাজার ফুট পাইপ ধংস করা হয়েছে।

তবে অভিযান চলাকালীন ড্রেজার সংশ্লিষ্ট কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিনসহ দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম বলেন,কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেবিদ্বারের বিভিন্ন এলাকায় কৃষিজমি ও পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা বাড়ছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছে।

Leave a Reply