সিনিয়র রিপোর্টার বিশাল রহমান :- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা কর্তৃক এনসিপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন স্থানীয় ছাত্র ও যুবরা।
জানা গেছে আজ ২ নভেম্বর রবিবার স্থানীয় ডিসি পর্যটন পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে “ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনা” শীর্ষক মুক্ত আলোচনার আয়োজন করা হয়।উক্ত আলোচনা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ঠাকুরগাঁওয়ের ছাত্র ও যুবরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস অভিযোগ করেন,জেলা প্রশাসক তরুণ বলতে শুধু এনসিপিকেই বোঝেন। এদিকে জেলা যুবদলের একাধিক নেতাও একইরকম অভিযোগ করেছেন।
জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তা এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, জেলা প্রশাসক আমাদের ডাকেন না।তিনি জনবিচ্ছিন্ন কিছু চাটুকারদের দ্বারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এ বিষয়ে ইসলামি ছাত্র শিবিরের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডিসি এনসিপির জেলা সভাপতির মতো আচরণ করছেন। এদিকে জেলার একাধিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এ বিষয়ে কথা বলে জানা গেছে, এসমস্ত কর্মসূচীর ব্যানারে তারুন্যের ভাবনার কথা প্রচার করা হলেও ডিসি সাহেব এখানে এনসিপির কর্মীসভা করছেন।ঠাকুরগাওয়ের সুশীল সমাজ অবিলম্বে রাজনৈতিক পক্ষপাতদূষ্ট জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ।


