শিরোনাম
খুনীকে গ্রেফতারের দাবীতে হত্যাকারীও করে মানববন্ধন, অংশ নেয় দাফন ও জানাযায় রংপুরে রিতি আক্তার লাবণ্য প্রতাক সিন্ডিকেটের ফাঁদে মাসুদসহ অসংখ্য যুবক, কোন ভূমিকা নেই পুলিশের! রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন ১১ ডক্টরস পঞ্চগড় জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হলেন কৃষিবিদ ড: আব্দুর রহমান ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইনস্ট্রাক্টর দূর্ণীতির মহারাজা প্রকৌশলী অজয় রংপুর প্রেসক্লাব উম্মুক্তকরণ কার্যক্রমে ডিসির কোন সম্পর্ক নেই দৈনিক বায়ান্নোর আলো’র সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রেসক্লাবের ১০৫ সাংবাদিকের বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নকল প্রসাধনী ব্যবসায়ীর জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা নভেম্বর আসছে মোসাঃ আয়শা সিদ্দিকার প্রথম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘মন যে বোঝে না’

খুনীকে গ্রেফতারের দাবীতে হত্যাকারীও করে মানববন্ধন, অংশ নেয় দাফন ও জানাযায়

Juyel Khandokar

কুমিল্লা প্রতিনিধি :- আপন চাচাতো ভাইয়ের হাতেই নির্মম ভাবে হত্যার শিকার হয় ৬বছরের শিশু আদিবা জাহান মিম। খুনের পর হত্যাকারী নিজেই খোঁজাখুজি করে আদিবাকে, লাশ উদ্ধারের পর অংশ নেয় জানাযা ও দাফনে, খুনির গ্রেফতার দাবীতে করেছে মানববন্ধনও।

না এটা কোন সিনেমার গল্প কাহিনি নয়, এমনটাই ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামে। আবু হানিফ মিয়ার ৬বছরের শিশু আদিবা জাহান মিমকে হত্যার লাশ গুম করে এভাবেই অভিনয় করে যাচ্ছিল তার কলেজ পড়ুয়া ভাতিজা ইয়াসিন। তথ্য প্রযুক্তির সহায়তায় খুনিকে শনাক্তের পর মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বুধবার দুপুরে আসামি আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়। আটক ইয়াসিন সিমানারপাড় গ্রামের হারুন মিয়ার ছেলে এবং আবু হানিফ মিয়ার আপন ভাতিজা।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান জানান, একটি ফোন কলের সুত্রধরে আমরা কাজ শুরু করি। তদন্তে আমরা আদিবার চাচাতো ভাই ইয়াসিনকে শনাক্ত করে তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করি। এক পর্যায়ে সে আদিবাকে হত্যার কথা স্বীকার করে। কিভাবে হত্যা করেছে এবং সাথে আর কেউ জড়িত আছে কি না এটা জানার জন্য আমরা আদালতে আসামি ১০দিনের রিমান্ড আবেদন করেছি। রিমান্ড আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখঃ মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানারপাড় গ্রামের আবু হানিফের ৬বছরের শিশু কন্যা গত ২৪শে অক্টোবর শুক্রবার নিখোঁজ হয়। নিখোঁজের ৭দিন পর ৩০শে অক্টোবর পাশের বাড়ির একটি পুকুর থেকে গলায় ও হাতে রশি বাধা অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনায় আদিবার বাবা আবু হানিফ বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Leave a Reply