শিরোনাম
প্রশাসনের সুদৃষ্টিতে জনসাধারণে স্বস্তি-ভাঙ্গুড়ায়” দখলদার,মাদক ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান সংস্কার চান, তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন সকালে বৈধ, বিকেলে বাতিল নওগাঁয় সাংবাদিকসোহেল রানার দাফন সম্পন্ন চট্রগ্রাম ফটিকছড়িতে আরো দু’টি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানালেন: নুরুল আমিন তারেক রহমানের কাছে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের বিচারের আকুতি আজ স্থগিত, সোমবার আবারও ছাত্রদলের ঘেরাও কর্মসূচি তারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গণভোটের লিফলেট যাবে ঢাকা মহানগরীর প্রতিটি বাসায়

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Chif Editor

অনলাইন ডেস্ক :- মোবাইল কোর্ট পরিচালনায় বাধা দেওয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার অভিযোগে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার বিকেলে লেঙ্গুরা বাজার এলাকায় চেয়ারম্যানের ভাই পারভেজ ভুঁইয়ার বিরুদ্ধে সরকারি জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের প্রমাণ পাওয়ায় উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ করেন এবং মব সৃষ্টি করে অভিযুক্ত পারভেজ ভুঁইয়াকে ছেড়ে দিতে বাধ্য করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। এর পরিপ্রেক্ষিতেই সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোবাইল ফোনে দাবি করেন, তিনি জনস্বার্থে ওই আচরণ করেছেন।

Leave a Reply