
অভিষেক চন্দ্র রায়, রাণীশংকৈল ও পীরগঞ্জ (ঠাকুরগাঁও ) প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর একটি অভিযানে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তির নাম আবুল কালাম আজাদ। তিনি পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নিজ বাসায় অবস্থানকালে যৌথ বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নির্দিষ্ট অভিযোগের আলোকে এই অভিযান পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারের পর আবুল কালাম আজাদকে পীরগঞ্জ থানায় নেওয়া হয়। তবে কোন মামলার ভিত্তিতে তাকে আটক দেখানো হয়েছে—এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ধারণা করা হচ্ছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হতে পারে।


