শিরোনাম
তফসিল ঘোষণার পর যে বার্তা দিলো এনসিপি জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে ছোট দলকে: হাইকোর্ট আসিফ মাহমুদকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানালেন নুর তফসিল ঘোষণার পর অন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামলে কঠোর হস্তে দমন: প্রেস সচিব বিদায়ী ক্যাবিনেট সভা শেষে যা বললেন আসিফ মাহমুদ ডিপজলকে নিয়ে তিন বোনের বিস্ফোরক মন্তব্য প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটে হরিজন জনগোষ্ঠীর অগ্রাধিকার ভিত্তিতে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের দাবিতে মানববন্ধন এলজিডির আওতার ঠাকুরগাঁওয়ে ৫৩০জন মহিলার মানবেতর জীবনযাপন

কেরানীগঞ্জে ৪০ কেজি গাঁজার সহ গ্রেফতার ৩

Chif Editor

মোঃ বনি আমিন, কেরানীগঞ্জ প্রতিনিধিঃ শুক্রবার (২১ জুলাই) র‌্যাব-১০ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত’ রা হলেন- ওসমান ভূঁইয়া (৩৮), ইয়ামিন মিয়া (১৮) ও আইনের সাথে সংঘাতে জড়িতে শিশু (১৭) বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ এবং ৩ টি মোবাইল ফোন ও নগদ- ১ হাজার চারশত উদ্ধার করা হয়। র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারী। এরা গাঁজাসহ অন্যান্য মাদক কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply