শিরোনাম
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর রংপুর প্রেসক্লাব দখলের চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রধান, থানা ঘেরাও কর্মসচি”র হুশিয়ারি দাউদকান্দির পিআইও আরিফুল ইসলাম এর বিরুদ্ধে দুদকে শতকোটি টাকার মামলাঃ

সাবরেজিস্টার মেহেদী হাসানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ, ঘুষ দিয়ে বদলির অভিযোগও উঠেছে

Mohin

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধা জেলার বাসিন্দা ও দিনাজপুরের খানসামা উপজেলার সাবরেজিস্টার মেহেদী হাসানের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে। তিনি দীর্ঘদিন ধরে খানসামা উপজেলায় দায়িত্ব পালন করে আসছিলেন। একই সঙ্গে তিনি অতিরিক্ত দায়িত্বে ছিলেন চিরিরবন্দর উপজেলায়ও।

 

সূত্র জানায়, দলিল নিবন্ধন সংক্রান্ত নানা অনিয়ম, অতিরিক্ত ফি আদায় এবং ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মেহেদী হাসান খানসামার তুলনায় অধিক দলিল ও আর্থিক সুযোগ-সুবিধার কারণে চিরিরবন্দর উপজেলায় স্থায়ীভাবে বদলি হওয়ার জন্য মন্ত্রণালয়ে ১০ লাখ টাকা ঘুষ প্রদান করেন। ঘুষ প্রদানের মাধ্যমে গত সপ্তাহে তিনি চিরিরবন্দরে পোস্টিং পান।

 

স্থানীয়দের অভিযোগ, একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

Leave a Reply