শিরোনাম
সিরাজগঞ্জে তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা বিসিএসআইআর কল্যাণ পরিষদ নির্বাচনে তাসলিমা-হাসিবুল প্যানেলের জয় তেজগাঁও কলেজে জমকালো আয়োজনে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন কুমিল্লায় র‍্যাব”র অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  কুমিল্লায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বুড়িচং প্রশাসন কর্তৃক অবৈধ ড্রেজার মেশিন বিকল ও জরিমানা আদায় আগামী নির্বাচনে জনসমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি: মেয়র শাহাদাত “খুনের দায়ে কুমিল্লায় একজনের যাবজ্জীবন কারাদন্ড” চবি’র আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র চবি, ১৪৪ ধারা জারি

বিসিএসআইআর কল্যাণ পরিষদ নির্বাচনে তাসলিমা-হাসিবুল প্যানেলের জয়

S M Rashed Hassan

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম:
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR) চট্টগ্রাম শাখার কর্মচারী কল্যাণ পরিষদ (ইউনিয়ন) ২০২৫ সালের নির্বাচন বুধবার (৩ সেপ্টেম্বর) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এবারের নির্বাচনে তাসলিমা-হাসিবুল পরিষদ পূর্ণ প্যানেলে ছাতা মার্কায় বিপুল ভোটে জয়লাভ করে।

নির্বাচনে কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে প্যানেলটি প্রমাণ করেছে, নতুন নেতৃত্বের উপর কর্মীদের আস্থা ও বিশ্বাস দৃঢ়। নির্বাচিত প্রতিনিধিরা এর আগে থেকেই বিভিন্ন সেবামূলক এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।

নবনির্বাচিত প্যানেলের নেতৃবৃন্দের মধ্যে সভাপতি পদে তাসলিমা আক্তার, সহ-সভাপতি পদে আব্দুল খালেক, সাধারণ সম্পাদক পদে হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সাজ্জাদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে সুমাইয়া আহমেদ আশা, দপ্তর সম্পাদক পদে আহমেদ নুর রনি, কোষাধ্যক্ষ পদে শফিউল আলম, সদস্য পদে আছাদুর রহমান (জুয়েল) এবং বুলবুল বিন সহিদ নির্বাচিত হয়েছেন।

বিজয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি তাসলিমা আক্তার বলেন, “এই বিজয় শুধু আমাদের নয়, এটি সকল সহকর্মীর সম্মিলিত বিজয়। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, কর্মচারীদের অধিকার, সুযোগ-সুবিধা ও কল্যাণকর জন্য কাজ করব এবং আমরা তাতে অটল থাকব।”

সাধারণ সম্পাদক হাসিবুল আলম বলেন, “এই জয় আমাদের দায়িত্ব অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা আগামীতে কর্মচারীদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাব ইনশাল্লাহ।”

Leave a Reply