
অনলাইন ডেস্ক :- নোয়াখালীর সদর উপজেলার কালাধরা ইউনিয়নে ডাকাতির সময় সংঘটিত গণধর্ষণের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একজনকে গ্রেপ্তার করেছে।
র্যাব জানায়, গত বছরের ১১ জানুয়ারি রাত ২টার দিকে সদর উপজেলার কালাধরা ইউনিয়নে ডাকাতির সময় গণধর্ষণের ঘটনা ঘটে। এরপর সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান শেষে ইউসুফ রুবেলকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



