শিরোনাম
বুড়িচং মোকাম ইউনিয়নে জাসাস”র কমিটি গঠন, আহ্বায়ক আঃ মালেক, সি-যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন বরিশালের “বীরপুরুষ” হাসানাত-দুদকের জালে এবার “অপরাজিত” নেতা! রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় আদিবাসী যুবকের মৃত্যু  পটুয়াখালীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী রংপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫,গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা আগুনের ভেতর রাজনীতি, ছাইয়ের ভেতর উন্নয়ন-এটাই আধুনিক বাংলাদেশ! রংপুরে দাদন ব্যবসায়ীর হামলায় ১২ পরিবার বাড়ি ছাড়া প্রতিবন্ধীদের চিকিৎসা ও পূনর্বাসনে দীপশিখার ১৪টি পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন

কুমিল্লায় র‍্যাব”র অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

Juyel Khandokar

কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানার অন্তর্গত অরন্যপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে মো. নজির আহমেদ (৪৪) কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত নজির আহমেদ কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার পশ্চিম ঝাকুনিপাড়া গ্রামের মো. মমিন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা ও আশপাশের জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বাজারে বিক্রি করছিলেন।

র‍্যাব-১১ জানায়, মাদক সমাজ ও পরিবার ধ্বংসের অন্যতম বড় কারণ। মাদকের মতো সামাজিক ব্যাধি রোধে র‍্যাবের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply