শিরোনাম
জামায়াতের নেতৃত্বাধীন ঐক্যজোট সরকার গঠন করলে দিনাজপুরে সিটি করপোরেশন হবে: জামায়াতে ইসলামীর উত্তরবঙ্গকে নতুন করে সাজাবো : রংপুরে ডা. শফিকুর রহমান দেবীদ্বারে এলপি গ্যাসে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ, ডিলার থেকে দোকানদার-ভোক্তারা পড়ছেন চরম ভোগান্তিতে লালমাইয়ে রেললাইনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার দখলদার, চাঁদাবাজ ও মাদককারবারিদের বয়কট করুন: সারজিস আলম উন্নয়ন একমাত্র ধানের শীষ করতে পারবে, আর কেউ না: মির্জা ফখরুল রোববার ৪ জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান আমরা চাইলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না: ইশরাক তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, জামায়াত তেমন ইসলামের জন্য ক্ষতিকর: পাপিয়া রোববার ৪ জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান

‘আইসিসি ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মেনে নেয়, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’

Chif Editor

অনলাইন ডেস্ক :-

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ। ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়ার দাবিতে নড়ছে না বিসিবি এবং অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যেই বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিয়ে ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা উচিত আইসিসির।

ফারুকী বলেন, ‘যখন ভারত পাকিস্তানে খেলতে চায় না, আইসিসি তখন তাদের কথা মেনে নেয়। যখন পাকিস্তান ভারতে খেলতে চায় না, আইসিসি তখনও সম্মতি দেয়। কিন্তু বাংলাদেশ প্রকৃত নিরাপত্তাজনিত কারণে একই দাবি করলে আইসিসি উল্টো অবস্থান নিয়েছে।’

ভারতে সাম্প্রতিক কিছু ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ভারত থেকে আমরা ধারাবাহিকভাবে উদ্বেগজনক খবর পড়ছি। শুধু বাংলাদেশি সন্দেহে ভারতীয় নাগরিকদেরও মারধর করে হত্যা করার ঘটনা ঘটছে। গতকালই পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া মুসলিম যুবক মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

মুম্বাই ভেন্যু নিয়েও উদ্বেগের কথা বলেন ফারুকী। তিনি বলেন, ‘শিবসেনা নেতা আদিত্য ঠাকরে মুম্বাইয়ে বাংলাদেশের বিপক্ষে ভারত খেললে তা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। অথচ আইসিসি বাংলাদেশের একটি ম্যাচ খেলতে বলছে ঠিক এই মুম্বাই শহরেই।’
বাংলাদেশবিরোধী ‘ঘৃণা প্রচারণা’ এবং আইপিএল প্রসঙ্গও টানেন তিনি। ফারুকী বলেন, ‘দীর্ঘদিনের বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণার ধারাবাহিকতায় আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। তাই ভারতের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি বাস্তব।’তিনি আরও বলেন, ‘আইসিসির অভ্যন্তরীণ এবং স্বাধীন নিরাপত্তা মূল্যায়নেও বলা হয়েছে, মোস্তাফিজ দলে থাকলে এবং খেলোয়াড় ও সমর্থকরা বাংলাদেশের জার্সি পরলে ভারতে বাংলাদেশি খেলোয়াড় ও সমর্থকদের জন্য ঝুঁকি মাঝারি থেকে উচ্চ পর্যায়ের হতে পারে।’

আইসিসির প্রতি আহ্বান জানিয়ে ফারুকী বলেন, ‘আইসিসি যদি সত্যিই সব সদস্য দেশের সঙ্গে ন্যায্য আচরণকারী একটি নিরপেক্ষ সংস্থা হতে চায়, তাহলে বাংলাদেশের বাস্তব নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিয়ে ভারতের বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিতে হবে। নিরপেক্ষতা প্রমাণ করার দায়িত্ব এখন আইসিসিরই।’

Leave a Reply