শিরোনাম
বাংলাদেশ নারী ফুটসাল দলের সাফল্যে তারেক রহমানের অভিনন্দন নানাবাড়ি হিসেবে বৃহত্তর নোয়াখালীর সব আসনে জয় চান তারেক রহমান বিএনপি-জামায়াত সংঘর্ষে ভোলায় রণক্ষেত্র সেই সাদ্দামের ঘটনায় বাগেরহাটের ডিসি-এসপিকে ‘ফোনে হুমকি’ প্রতিশ্রুতি রাখতে না পারলে, জনগণের কাছে জবাব দিতে হবে: তারেক রহমান জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান ঘুষ ছাড়া কাজ ক‌রেন না ময়মনসিংহ সদর সার্ভেয়ার হুমায়ুন কবির খান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ ভয় দেখিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, তাদের পতন হাসিনার চেয়েও ভয়ঙ্কর হবে মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

নানাবাড়ি হিসেবে বৃহত্তর নোয়াখালীর সব আসনে জয় চান তারেক রহমান

Chif Editor

অনলাইন ডেস্ক :- দীর্ঘদিন পর নিজের নানাবাড়ির জেলা ফেনীতে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় আবেগঘন ও কৌশলী বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সঙ্গে নিজের পারিবারিক ও আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে আসন্ন নির্বাচনে এ অঞ্চলের প্রতিটি আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে জনগণের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।

আজ রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত এই জনসভায় হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে তিনি তার প্রত্যাশার কথা জানান।

সমাবেশের শুরুতে তারেক রহমান উপস্থিত জনতার সঙ্গে সালাম বিনিময় করেন। চট্টগ্রামের সঙ্গে নিজের আবেগী সম্পর্কের কথা উল্লেখ করে তিনি ফেনীর মানুষকে ‘আপনজন’ হিসেবে সম্বোধন করেন। তিনি বলেন, ফেনীসহ বৃহত্তর নোয়াখালীর সঙ্গে তার গভীর আত্মীয়তার বন্ধন রয়েছে, কারণ এই অঞ্চল তার নানাবাড়ির মাটি।

এ সময় তিনি বলেন, ‘জনগণের যেমন বিএনপির কাছে প্রত্যাশা রয়েছে, তেমনি বিএনপিরও জনগণের কাছে কিছু দাবি করার অধিকার আছে। সেই দাবিটি হলো—আসন্ন নির্বাচনে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার প্রতিটি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা।’

অঞ্চলের উন্নয়নে নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, স্থানীয় নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং শিল্পায়নের লক্ষ্যে একটি ইপিজেড স্থাপন করা হবে। একই সঙ্গে তিনি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি নতুন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তার ভাষায়, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আমলের ‘পল্লী চিকিৎসক’ মডেলের আদলে সারাদেশে ‘হেলথ কেয়ারার’ নিয়োগ দেওয়া হবে। এসব স্বাস্থ্যকর্মী গ্রামে গ্রামে গিয়ে বিশেষ করে নারী ও শিশুদের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দেবেন, যাতে সাধারণ রোগের জন্য মানুষকে দূরের হাসপাতালে গিয়ে ভোগান্তিতে পড়তে না হয়।

বিকেল ৫টা ৫৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছে মাগরিবের নামাজ আদায় শেষে মঞ্চে ওঠেন তারেক রহমান। এর আগে তিনি চট্টগ্রামের পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় বক্তব্য দেন। ফেনীর এই সমাবেশটি ছিল গত ২২ জানুয়ারি সিলেট থেকে শুরু হওয়া তার দ্বিতীয় দফার দেশব্যাপী প্রচারণার অংশ।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের ব্যাপক উপস্থিতি ছিল। এ সময় মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, জয়নুল আবদিন ফারুক ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন এবং তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ফেনীর কর্মসূচি শেষে তারেক রহমানের পরবর্তী গন্তব্য নির্ধারিত হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম। এরপর পর্যায়ক্রমে তিনি সোয়াগাজী, দাউদকান্দি এবং সর্বশেষ নারায়ণগঞ্জের বালুর মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বৃহত্তর নোয়াখালীর সঙ্গে নিজের পারিবারিক সংযোগকে সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধ করার এই কৌশল আসন্ন নির্বাচনে বিএনপির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Leave a Reply