স্টাফ রিপোর্টার: রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা অনশন শুরু করেছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে এ অনশন কর্মসূচি নিয়েছে দলটি। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টার পর থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এ অনশনে যোগ দিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে কার্যালয়ের সামনে।
অন্যদিকে সমাবেশ মঞ্চে কেন্দ্রীয় নেতারা এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালানোর হুঁশিয়ারিও দিয়ে বক্তব্য রাখেন।যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোট একই দাবিতে অনশন কর্মসূচি পালন করছে।
এর আগে ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জানান, খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতার জন্য জোটের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজয়নগর পানির ট্যাংকির সামনে (বিজয় চত্বর) প্রতীকী অনশন ও গণদোয়া সমাবেশ করবে।
জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে এবং গণফোরাম (মন্টু) ও পিপলস পার্টির উদ্যোগে মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করবে।