শিরোনাম
গুলিবিদ্ধ হাদি, তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক ঢাবি ছাত্রদলের হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার হাদিকে গুলি— নির্বাচনী পরিবেশ বানচাল করার নীলনকশা: বিএনপি ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন হাদির গুলিবিদ্ধের খবর শুনে হাসপাতালে মির্জা আব্বাস গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই: মির্জা ফখরুল রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাসহ তার স্ত্রীকে হত্যা মামলায় আসামি গ্রেফতার ০১ ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকের পায়ের সফল অস্ত্রোপচার ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ দেশে প্রথমবারের মতো ভয়ংকর ‘এমডিএমবি’ মাদকের বিরাট চালান জব্দ

দেশে প্রথমবারের মতো ভয়ংকর ‘এমডিএমবি’ মাদকের বিরাট চালান জব্দ

Chif Editor

অনলাইন ডেস্ক :-  দেশে প্রথমবারের মতো নতুন প্রকারের মাদক এমডিএমবি (MDMB)-এর বিরাট চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্যাপ বা ই-সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবারহ করা হতো। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ এ তথ্য জানান।

তিনি জানান, মালয়েশিয়া থেকে সংগ্রহ করা এই মাদকের মূলহোতাসহ চক্রের চার সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি ফেসবুক ও হোয়াটঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিক্রি করছিল নতুন এই মাদক। এটি ই সিগারেট ও ভ্যাপের সাথে মিশিয়ে বিক্রি করা হতো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, এ মাদকের কয়েক ফোটায় স্নায়ুতন্ত্রে তীব্র প্রতিক্রিয়া হয়। অবশ হয়েও যেতে পারে। শয়তানের নিশ্বাসের চেয়েও ভয়ংকর এই এমডিএমবি মাদক। এটি গ্রহণ করলে হ্যালুসিনেশন হয়। সেবনকারী আক্রমণাত্মক হয়ে যায়, হার্টের সমস্যা হয়। দেখতে পানির মতো, বিভিন্ন গন্ধ রয়েছে। এটি উচ্চ মাত্রার সিনথেটিক মাদক।

Leave a Reply